ন্যাভিগেশন মেনু

দুই কোরিয়ায় আন্তঃসীমান্ত যোগাযোগ ব্যবস্থা ফের চালু


উত্তর ও দক্ষিণ কোরিয়া আন্তঃসীমান্ত যোগাযোগ ব্যবস্থা পুনরায় চালু করেছে। পিয়ংইয়ং প্রতিদ্বন্দ্বী এ দুই দেশের মধ্যে সকল সরকারি হটলাইন ছিন্ন করার এক বছরেরও বেশি সময় পর এসব লাইন চালু করা হলো।

মঙ্গলবার (২৭ জুলাই) বার্তাসংস্থা এএফপি জানায়, সীমান্তবর্তী এলাকায় পিয়ংইয়ং বিরোধী লিফলেট বিতরণের পর গত জুনে উত্তর কোরিয়া এক তরফাভাবে দক্ষিণ কোরিয়ার সাথে সকল সরকারি সামরিক ও রাজনৈতিক যোগাযোগ বন্ধ করে দেয়।

২০১৮ সালে উত্তর কোরিয়ার নেতা কিম জং ইন এবং দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট মুন জায়ে-ইনের মধ্যে তিন দফা বৈঠকের পরও সম্পর্কের কোনও পরিবর্তন ঘটেনি।

তবে আকস্মিক এক ঘোষণায় উভয় দেশ জানায়, মঙ্গলবার সকালে সকল যোগাযোগ লাইন ফের চালু করা হয়েছে।

উত্তর কোরিয়ার সরকারি বার্তা সংস্থা কেসিএনএ জানায়, ‘এখন কোরিয়ান জাতি যতো তাড়াতাড়ি সম্ভব উত্তর-দক্ষিণ কোরিয়া সম্পর্কের উন্নতি চায়। এ বিষয়ে সম্প্রতি উত্তর ও দক্ষিণের শীর্ষ নেতারা ব্যক্তিগতভাবে বেশ কয়েকটি চিঠি বিনিময়ের পর আন্তঃকোরিয়া যোগাযোগ স্থাপন করে পারস্পরিক বিশ্বাস পুনরুদ্ধার এবং পুনর্মিলনকে উৎসাহিত করার ক্ষেত্রে একটি বড় পদক্ষেপ নিতে সম্মত হয়েছেন। শীর্ষ নেতাদের মধ্যে হওয়া চুক্তি অনুযায়ী, উত্তর ও দক্ষিণ কোরিয়া ২৭ জুলাই সকাল ১০ টা থেকে আন্তঃকোরীয় সকল সংযোগ লাইন ফের চালু করার পদক্ষেপ গ্রহণ করে।’

যোগাযোগ লাইনের পুনরুদ্ধার উত্তর-দক্ষিণ কোরিয়া সম্পর্কের উন্নতি এবং উন্নয়নে ইতিবাচক প্রভাব ফেলবে।

মুনের দপ্তরের এক বিবৃতিতে বলা হয়, সম্পর্কোন্নয়নের লক্ষ্যে গত এপ্রিল থেকে দুই কোরিয়ার নেতারা ব্যক্তিগতভাবে বিভিন্ন চিঠি চালাচালি করেন এবং প্রথম পদক্ষেপ হিসেবে তারা হটলাইন ফের চালু করার ব্যাপারে সম্মত হন। মঙ্গলবার সকালে তা কার্যকর করা হয়।

এডিবি/