ন্যাভিগেশন মেনু

‘দুর্নীতি মুক্ত করে কাজের মান ভালো করাই আমাদের লক্ষ্য’


আমাদের চেষ্টাটা হলো দুর্নীতিমুক্ত করে কাজের মানটা যাতে ভালো হয় সেটা নিশ্চিত করা, সেজন্যই নিজেই স্বশরীরে এসেছি দেখার জন্য। কুষ্টিয়া সদর উপজেলার গড়াই নদীর উৎসমুখ মহানগড় অপটেকে গড়াই ড্রেজিং প্রকল্প পরিদর্শনকালে পানিসম্পদ প্রতিমন্ত্রী জাহিদ ফারুক এমপি একথা বলেন।

তিনি বলেন, ‘দুর্নীতি হল এক ধরণের সামাজিক ব্যাধী। তবে প্রধানমন্ত্রী শেখ হাসিনা দুর্নীতি কমাতে চেষ্টা করে যাচ্ছেন। প্রধানমন্ত্রী দূর্নীতির ব্যাপারে জিরো টলারেন্স নীতি ঘোষণা করেছেন।’

বৃহষ্পতিবার (৪ জানুয়ারি) বিকেলে ওই প্রকল্প পরিদর্শনকালে সাংবাদিকদের প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী জাহিদ ফারুক এসব কথা বলেন। এ সময় সেখানে পানি সম্পদ মন্ত্রণালয় ও পানি উন্নয়ন বোর্ডের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এ সময় মন্ত্রী সাংবাদিকদের উদ্দেশ্য করে বলেন, ‘আপনারা যদি কাজ শুরুর আগেই সব জায়গায় দুর্নীতি খুঁজে বেড়ান তাহলে কি করে চলবে? আপনারা আমাদের সহযোগিতা করেন তাহলে আমার দুর্নীতি নির্মূল করতে পারব।’

তিনি আরো বলেন, ‘গড়াই নদী খনন প্রকল্প অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি কাজ। এই কাজের স্বচ্ছতা নিশ্চিত করতে আমি নিজে একাধিকবার প্রকল্প এলাকা পরিদর্শন করেছি। সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের কর্মকর্তারও সুষ্ঠুভাবে প্রকল্পের কাজ শেষ করতে চেষ্টা চালিয়ে যাচ্ছেন।’

ইয়াই/সিবি/ওআ