ন্যাভিগেশন মেনু

নারায়ণগঞ্জে ঈদের দ্বিতীয় দিনে পশু কোরবানি


কসাই না পেয়ে নারায়ণগঞ্জে ঈদুল আজহার দ্বিতীয় দিনে পশু কোরবানি দিয়েছেন অনেকেই। 

রবিবার (২ আগস্ট) সকালে এসব পশু কোরবানি দেওয়া হয়।

এদের কেউ আবার ঈদের দিনটিতে কোনো ধরনের ঝামেলা করতে চাননি বলেই দ্বিতীয় দিন সকালে তারা পশু কোরবানি দিয়েছেন।

নারায়ণগঞ্জের মাসদাইর এলাকার এক ব্যক্তি জানান, ঈদের দিনটিতে কসাইরা একটু বেশি ব্যস্ত থাকেন। আবার অনেকে কসাই খুঁজেও পাননি। তাই ঝামেলা না বাড়িয়ে ঈদের দিনটিতে আমরা বিশ্রাম ও উৎসবে কাটিয়ে দ্বিতীয় দিন পশু কোরবানি করছি। 

এছাড়াও অনেকেই ঈদের আগে এবার গরু কিনতে পারেননি। কেউবা আবার ঈদের দিন সকালেও পশু ক্রয় করেছেন। আর তাই ঈদের দিন তারা কোরবানি না করে দ্বিতীয় দিন কোরবানি করছেন।

এর আগে দেখা গেছে নারায়ণগঞ্জ শহরের অনেকেই ঈদের দ্বিতীয় দিন পশু কোরবানি না দিয়ে তৃতীয় দিনেও কোরবানি দিয়ে থাকেন।

সিবি/এডিবি