ন্যাভিগেশন মেনু

নারী নির্যাতন মামলার আসামীকে রিমান্ড শেষে আদালতে প্রেরণ


নোয়াখালীতে নারীকে বিবস্ত্র করে নির্যাতন মামলার আসামী মাঈনুদ্দিন সাহেদকে রিমান্ড শেষে আদালতে পাঠানো হয়েছে।

শনিবার (১০ অক্টোবর) দুই দিনের রিমান্ড শেষে তাকে আদালতে সোপর্দ করেছে পিবিআই।

এর আগে দুপুর ২টার দিকে তাকে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট আদালতে হাজির করা হয়। বিষয়টি নিশ্চিত করেন মামলার তদন্তকারী কর্মকর্তা পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনের (পিবিআই) পরিদর্শক মামুনুর রশিদ পাটোয়ারী।

তিনি বলেন, বিকেলে ওই আসামী আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেওয়ার কথা রয়েছে।

এর আগে তদন্ত কর্মকর্তার নেতৃত্বে আজ সকাল ১০টায় মামলার তিন আসামী বাদল, কালাম ও সাজুকে সাথে নিয়ে ঘটনাস্থল পরিদর্শন করে পিবিআই। তারা ওই বাড়িতে ২০ মিনিটের বেশি সময় অবস্থান করেন। নির্যাতিতার নারীর বসতঘরসহ ঘটনাস্থলের আশপাশ ঘুরে দেখেন।

উল্লেখ, গত ২ সেপ্টেম্বর ঘরে ঢুকে ওই নারীকে বিবস্ত্র করে নির্যাতন করা হয়। একই সঙ্গে নির্যাতনের ভিডিও ধারণ করেন অভিযুক্তরা। পরে মোবাইলে ধারণকৃত ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে ৪ অক্টোবর নির্যাতিতা নারী বাদী হয়ে বেগমগঞ্জ থানায় পৃথক দুটি মামলা করেন। এর মধ্যে একটি হচ্ছে নারী ও শিশু নির্যাতন দমন আইনে এবং অপরটি পর্ণোগ্রাফি নিয়ন্ত্রণ আইনে। মামলা দুটির প্রত্যেকটিতে ৯ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাত আরও ৭-৮ জনকে আসামী করা হয়। পরে আইন-শৃঙ্খলা বাহিনী অভিযান চালিয়ে এজাহারভুক্ত ৬ জনসহ মোট ১১জন আসামীকে গ্রেপ্তার করে।

সিবি/এডিবি