ন্যাভিগেশন মেনু

নারী পাচারের মামলায় নৃত্যশিল্পী ইভান কারাগারে


দুবাইয়ে নারী পাচারের অভিযোগে গ্রেপ্তার নৃত্যশিল্পী ও কোরিওগ্রাফার ইভান শাহরিয়ার সোহাগকে কারাগারে পাঠিয়েছে আদালত।

শনিবার (১২ সেপ্টেম্বর) ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট বেগম ইয়াসমিন আরা তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।

লালবাগ থানার আদালতের সাধারণ নিবন্ধন কর্মকর্তা এসআই স্বপন কুমার জানিয়েছেন, ‘ইভানকে আদালতে হাজির করে কারাগারে আটক রাখার আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা সিআইডির উপ-পরিদর্শক (এসআই) মো. কামরুজ্জামান। আসামিপক্ষে অ্যাডভোকেট খান মাহমুদুল হাসান জামিনের আবেদন করেন। মামলার নথি না থাকায় আদালত আগামীকাল রবিবার জামিন শুনানির দিন ধার্য করে আসামিকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন।’

বৃহস্পতিবার রাজধানীর নিকেতনের একটি বাসা থেকে তাকে গ্রেফতার করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)।

তার গ্রেফতারের তথ্য নিশ্চিত করে সিআইডির বিশেষ পুলিশ সুপার সৈয়দা জান্নাত গণমাধ্যমকে জানিয়েছেন, বৃহস্পতিবার রাতে নারী পাচারের অভিযোগে সোহাগ গ্রেফতার করেছে সিআইডির (ঢাকা মেট্রো উত্তর বিভাগ) কর্মকর্তারা। শনিবার রিমান্ড চেয়ে তাকে আদালতে তোলা হয়েছে।’

বিদেশে অনুষ্ঠানের নামে বাংলাদেশ থেকে লোক নিয়ে এই পাচার করা হতো বলে জানান তিনি।

নারী পাচারকারী চক্রটির বিষয়ে সিআইডির এক কর্মকর্তা গণমাধ্যমকে জানান, আমাদের দুবাই পুলিশ তথ্য দেয়। এর পরই অভিযান চালিয়ে আগস্টেপ আজম খান নামে এক পাচারকারীকে গ্রেফতার করা হয়। এ সময় তার চার সঙ্গীকেও গ্রেফতার করা হয়। তাদের স্বীকারোক্তিমূলক জবানবন্দি ভিত্তিতেই বৃহস্পতিবার সোহাগকে গ্রেফতার করা হয়।

মূলত বিভিন্ন ছোটখাটো অনুষ্ঠানে যারা নাচ করেন, তারাই এই পাচারকারী চক্রের প্রধান টার্গেট ছিল বলে জানান ওই কর্মকর্তা।

ইভান শাহরিয়ার সোহাগ ২০১৭ সালে ‘ধ্যাততেরিকি’ চলচ্চিত্রের নৃত্য পরিচালনার জন্য জাতীয় চলচ্চিত্র পুরস্কার পান।

তিনি ‘সোহাগ ড্যান্স গ্রুপ’ নামে একটি নাচের দল পরিচালনা করেন। ‘এক্সপ্রোজার বিডি’ নামে একটি বিজ্ঞাপনী প্রতিষ্ঠানের চেয়ারম্যানের দায়িত্বে আছেন তিনি।

ওআ/