ন্যাভিগেশন মেনু

পঞ্চগড়ে মাঝারি শৈত্যপ্রবাহে জনজীবন বিপর্যস্ত


পঞ্চগড় জেলা জুড়ে মাঝারি শৈত্যপ্রবাহে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। আজ শনিবার সকাল থেকে দুপুর পর্যন্ত ঘন কুয়াশায় আকাশে সূর্যের দেখা মিলেনি। কুয়াশার কারণে স্বল্প ও দূরপাল্লার যানবাহনগুলো হেডলাইট জ্বালিয়ে চলাচল করতে দেখা গেছে।  সারা দিন হিমেল বাতাসে কনকনে হাঁড় কাঁপানো শীত অনুভূত হয়েছে। দুপুর গড়িয়ে যাবার পর সূর্য্য উঁকি দিলেও রৌদের প্রখরতা ছিল না। তীব্র শীতে সাধারণ মানুষ যাবুথাবু হয়ে পড়েছে। একান্তু প্রয়োজন ছাড়া মানুষ ঘরের বাহিরে বের হয়নি। গত বছরের ডিসেম্বর মাসে পঞ্চড়ের তেঁতুলিয়ায় ২৩ দিন দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড হয়েছে। 

এরমধ্যে এক সপ্তাহ জুড়ে মৃদু শৈত্যপ্রবাহ বয়ে গেছে। ২০২৪ সালের জানুয়ারী মাস জুড়ে তেঁতুলিয়ায় কযেক দফা মাঝারি শৈত্যপ্রবাহের পর বৃহস্পতি ও শুক্রবার তীব্র শৈত্যপ্রবাহ বয়ে গেছে।   

তেঁতুলিয়া ১ম শ্রেণির আবহাওয়া পর্যবেক্ষণাগার এর পর্যবেক্ষক রোকনুজ্জামান বলেন, গত ২৪ ঘন্টায় ৭ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করেছে। আবহাওয়া তাপমাত্রা বাড়লেও আকাশে কুয়াশা থাকায় সূর্যের আলো মাটিতে স্পর্শ হচ্ছে না এবং ঠান্ডা হিমেল বাতাস বহমান থাকায় কনকনে শীত অনুভূত হচ্ছে। তবে পুরো জানুয়ারি মাস জুড়েই মৃদু থেকে মাঝারি শীত বিরাজমান থাকবে।