ন্যাভিগেশন মেনু

পল্লবী থানায় বিস্ফোরণের ‘দায় স্বীকার’ আইএসের


বুধবার ভোরে রাজধানী ঢাকার পল্লবী থানার ভেতর  বোমা বিস্ফোরণ কাণ্ডের 'দায় স্বীকার' করেছে মধ্যপ্রাচ্যভিত্তিক জঙ্গিগোষ্ঠী ইসলামিক স্টেট (আইএস)। 

অনলাইনে জঙ্গি কার্যক্রম পর্যবেক্ষণকারী প্রতিষ্ঠান সাইট ইনটেলিজেন্স গ্রুপ বুধবার রাতে তাদের ওয়েব সাইটে এ তথ্য জানায়। তবে বাংলাদেশের পুলিশ বলেছে, দায় স্বীকারের বিষয়টি ভিত্তিহীন।

ডিএমপির ডিসি (মিডিয়া) ওয়ালিদ হোসেন বলেন, পল্লবীর ঘটনায় আসামি ধরে এনেছে পুলিশ। আর কথিত দায় স্বীকারের কথা জানিয়ে বিবৃতি দিচ্ছে সাইট ইন্টিলিজেন্স! এর কোনো ভিত্তি নেই। 

পল্লবীর ঘটনার সঙ্গে জঙ্গিদের সংশ্লিষ্টতার কোন তথ্য মেলেনি।এ ব্যাপারে পুলিশের কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) ইউনিটের ডিসি আব্দুল মান্নান বলেন, এই দায় স্বীকার পুরোপুরি ভিত্তিহীন। অতীতেও এই ধরনের কথিত দায় স্বীকারের ঘটনা ঘটেছে।

পল্লবী থানা কম্পাউন্ডের ভেতরে একটি বোমা বিস্ফোরিত হয়। এতে চার পুলিশসহ পাঁচ জন আহত হন।

এস এস