ন্যাভিগেশন মেনু

পাওয়ারপ্যাক ইকোনমিক জোনে শিল্প স্থাপন করবে দেশবন্ধু গ্রুপ


সিকদার গ্রুপের মালিকানাধীন পাওয়ারপ্যাক অর্থনৈতিক অঞ্চল মংলায় শিল্প স্থাপন বিষয়ে দেশের বৃহৎ দুই শিল্প গোষ্ঠি সিকদার গ্রুপ ও দেশবন্ধু গ্রুপের মধ্যে এক সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে।  

বৃহস্পতিবার রাজধানীর বনানীতে সিকদার হাউসে নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে এ সমঝোতা স্মারকে স্বাক্ষর করেন সিকদার গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক রন হক সিকদার এবং দেশবন্ধু গ্রুপের চেয়ারম্যান গোলাম মোস্তফা।

এ চুক্তির আওতায় দেশবন্ধু গ্রুপ সিকদার গ্রুপের অঙ্গপ্রতিষ্ঠান পাওয়ারপ্যাক হোল্ডিংস লিমিটেডের মালিকানাধীন পাওয়ারপ্যাক ইকোনমিক জোনে ৩৩ একর জমিতে শিল্প স্থাপন করবে।

সিকদার গ্রুপের পরিচালক ও সিওও সৈয়দ কামরুল ইসলাম মোহন, পরিচালক মোহাম্মদ সালাহউদ্দিন এবং দেশবন্ধু গ্রুপের উপদেষ্টা ব্রিগেডিয়ার (অব.) সারোয়ার জাহান তালুকদার এবং সাউথইস্ট সোয়েটারস লিমিটেডের প্রধান নির্বাহী কর্মকর্তা মাহবুবুর রহমান লাকীসহ দুই গ্রুপের উচ্চপদস্থ কর্মকর্তারা চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।