ন্যাভিগেশন মেনু

পূর্বাঞ্চলে শান্তি বজায়ে নিষ্ক্রিয় থাকবে ভারত-চিন


ভারত ও চিন লাদাখের এলএসি বরাবর সংঘর্ষ এড়িয়ে শান্তি  নিশ্চিত করতে কূটনৈতিক এবং সামরিক যোগাযোগ অব্যাহত রেখেছে। ভারতের পররাষ্ট্র বিষয়ক মন্ত্রণালয় বৃহস্পতিবার এ তথ্য জানিয়েছে।

পররাষ্ট্র মন্ত্রকের মুখপাত্র অনুরাগ শ্রীবাস্তব নিয়মিত মিডিয়া ব্রিফিংয়ে বলেছেন, উভয় পক্ষই আরেক দফা সিনিয়র কমান্ডার পর্যায়ের বৈঠকে বসতে একমত হয়েছেন।

উভয় পক্ষ পশ্চিমা সেক্টরে এলএসি পয়েন্টগুলিতে সম্পূর্ণ নিজেদের অনুপস্থিত ও নিষ্কিয় রেখে শান্তি ও প্রশান্তি  পুনরুদ্ধারের লক্ষ্য নিয়ে কূটনৈতিক এবং সামরিক চ্যানেলের মাধ্যমে যোগাযোগ বজায় রাখা অব্যাহত রাখরছন।

অর্থাৎ উভয় পক্ষই এজন্য সিনিয়র কমান্ডার পর্যায়ে আরেক দফায় বৈঠকে বসতে সম্মত হয়েছেন। যাতে উভয়পক্ষ তাদের সুবিধামতো সময়ে বৈঠকে বসে নিজেদের মধ্যকার তথ্য ভাগাভাগি করে নেবেন।

সংযুক্ত আরব আমিরাতে ভারতীয় শ্রমিকদের সম্পর্কে এক প্রশ্নের জবাবে শ্রীবাস্তব বলেন, পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্করের দেশটিতে সফর দু'দেশের মধ্যে অব্যাহত নিবিড় বন্ধুত্বের পরিচয় দেয়।

তিনি বলেন, কোভিড-১৯ মহামারীকালে সেখানে ভারতীয় সম্প্রদায়ের দেখভাল জন্য জয়শঙ্কর সংযুক্ত আরব আমিরাত নেতৃবৃন্দকে ধন্যবাদ জানাযন।

শ্রীবাস্তব বলেন, ভারত ও সংযুক্ত আরব আমিরাতের মধ্যে এয়ারবাবল ব্যবস্থা রয়েছে এবং উভয় দেশই সন্তোষ প্রকাশ করেছে যে কোভিড -১৯ বিধিনিষেধ এবং এরপরে অর্থনৈতিক সমস্যা সত্ত্বেও বিপুল সংখ্যক ভারতীয় সংযুক্ত আরব আমিরাতে ফিরে যেতে পেরেছেন।

জয়শঙ্কর গত মাসে বাহরাইন, সংযুক্ত আরব আমিরাত এবং সিসিলিস এই তিনটি দেশ সফর করেন।

ভারতের প্রজাতন্ত্র দিবসে ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন প্রধান অতিথি থাকবেন এমন প্রতিবেদনের বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, এ জাতীয় কোনও ঘোষণা অনুষ্ঠানের কাছাকাছি সময়ে করা হবে।

এস এস