ন্যাভিগেশন মেনু

পেন্টাগণের বাইরে গুলিতে পুলিশ কর্মকর্তা নিহত


যুক্তরাষ্ট্রের ওয়াশিংটনে দেশটির প্রতিরক্ষা বিভাগের সদর দপ্তর পেন্টাগণের বাইরে গণপরিবহন টার্মিনালে গোলাগুলির ঘটনায় এক পুলিশ কর্মকর্তা নিহত হয়েছেন। এ ঘটনায় কয়েকজন আহত হয়েছেন।

মঙ্গলবার (৩ আগস্ট) এ ঘটনার জেরে সামরিক সদর দপ্তরটি সাময়িক বন্ধ করে দেওয়া হয়েছিল।

কর্মকর্তারা জানান, মঙ্গলবার পেন্টাগনে প্রবেশ মুখের কয়েক মিটার দূরে বাস এবং সাবওয়ে স্টেশনে গোলাগুলি শুরু হয়। ঘটনার ৯০ মিনিট পর ওই এলাকার নিরাপত্তা নিশ্চিত করা হয়। তবে ঠিক কি ঘটেছিল সে সম্পর্কে কর্মকর্তারা বিস্তারিত আর কিছু জানান নি।

পেন্টাগণ ফোর্স প্রটেকশান অ্যাজেন্সির প্রধান উইড্রো কুসে বলেন, ঘটনা শেষ হয়ে গেছে। এলাকার নিরাপত্তা নিশ্চিত করা হয়েছে। এর চেয়েও গুরুত্বপূর্ণ বিষয় আমাদের কমিউনিটির ওপর কোনও হুমকি নেই। 

তবে ওই পুলিশ কর্মকর্তা আঘাতের কারনে মারা গেছেন কিনা কিংবা হামলাকারীও নিহত হয়েছে কি-না সে সম্পর্কে বিস্তারিত কিছু উল্লেখ করেননি।

এক বিবৃতিতে প্রতিরক্ষা মন্ত্রী লয়েড অস্টিন বলেছেন, এই পুলিশ কর্মকর্তা কর্তব্যরত অবস্থায় মারা গেছেন। পেন্টাগণে কাজ করা ও প্রতিদিন পরিদর্শনে আসা শত শত লোককে রক্ষার কাজে সহযোগিতাকালে তিনি মারা যান। 

তিনি বলেন, ঘটনার তদন্ত চলছে।

এডিবি/