ন্যাভিগেশন মেনু

পোশাক শিল্পে স্বাভাবিক কর্মপরিবেশ বজায় রাখতে কাজ করবে বিজিএমইএ-সিএমপি


চট্টগ্রামে পোশাক শিল্পে স্বাভাবিক ও শান্তিপূর্ণ কর্মপরিবেশ এবং আইন শৃঙ্খলা বজায় রাখার লক্ষ্যে পুলিশ প্রশাসন বিজিএমইএ’র সহিত একযোগে কাজ করবে বলে মন্তব্য করেন সিএমপি'র কমিশনার কৃষ্ণ পদ রায়।  

সোমবার সকালে দামপাড়ায় চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ কমিশনারের কার্যালয়ে পুলিশ কমিশনার কৃষ্ণ পদ রায় সাথে বিজিএমইএ প্রথম সহ-সভাপতি সৈয়দ নজরুল ইসলাম এর নেতৃত্বে বিজিএমইএ নেতৃবৃন্দের এক বৈঠক অনুষ্ঠিত হয়। 

সাক্ষাৎকালে বিজিএমইএ সহ-সভাপতি রাকিবুল আলম চৌধুরী, বিজিএমইএ পরিচালক এ.এম. শফিউল করিম (খোকন) ও এম এহসানুল হক, নব-নির্বাচিত পরিচালক আমজাদ হোসেন চৌধুরী, মোহাম্মদ রাকিব আল নাসের, গাজী মোঃ শহিদ উল্লাহ, সিএমপি অতিরিক্ত পুলিশ কমিশনার ট্রাফিক মাসুদ আহমেদ উপস্থিত ছিলেন।

বৈঠকে পোশাক শিল্পের আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার স্বার্থে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ প্রশাসনের পক্ষ থেকে সার্বিক সহযোগিতার আশ্বাস প্রদান করা হয়।