ন্যাভিগেশন মেনু

প্রতারণার মামলায় অভিনেত্রী রোমানা রিমান্ডে


প্রতারণা করে সৌদি প্রবাসীর কাছ থেকে কোটি টাকারও বেশি অর্থ হাতিয়ে নেয়ার অভিযোগে গ্রেপ্তার  মডেল ও অভিনেত্রী রোমানা ইসলাম স্বর্ণাকে একদিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

মঙ্গলবার (২০ এপ্রিল) ঢাকা মহানগর হাকিম মামুনুর রশীদের আদালতে তার সাতদিনের রিমান্ড আবেদন করেন পুলিশ। শুনানি শেষে বিচারক তার একদিনের রিমান্ড মঞ্জুর করেন।

প্রতারণা করে অর্থ হাতিয়ে নেয়ার অভিযোগে গত ১১ মার্চ অভিনেত্রী স্বর্ণাসহ আরও ছয়জনের বিরুদ্ধে মামলা করেন সৌদি প্রবাসী কামরুল ইসলাম। মামলার পরদিন স্বর্ণা, তার মা শেইলী, ছেলে আন্নাফিকে গ্রেপ্তার  করে পুলিশ। বর্তমানে তারা কারাগারে রয়েছেন।

মামলার অভিযোগে বাদী কামরুল উল্লেখ করেন, প্রতারণার মাধ্যমে বিয়ে করে তার কাছ থেকে বিভিন্ন সময় বিভিন্ন অজুহাতে কোটি টাকারও বেশি অর্থ হাতিয়ে নিয়েছে রোমানা। ফ্ল্যাট ও গাড়ি কেনার জন্য কৌশলে এই টাকা নিয়েছিলেন তিনি। এক পর্যায়ে ওই প্রবাসীকে বিয়ে করার প্রলোভন দেখিয়েছিলো স্বর্ণা। এমন পরিস্থিতিতে স্বর্ণাকে বিয়ে করার জন্য ওই সৌদি প্রবাসী বাংলাদেশে চলে আসেন। পরে স্বর্ণা তার বাসায় ওই প্রবাসীকে নিমন্ত্রণ জানান। সেই নিমন্ত্রণে স্বর্ণার বাসায় গেলে প্রবাসীকে ভয়ভীতি দেখিয়ে জোর পূর্বক স্ট্যাম্পে সই নিয়ে আপত্তিকর ছবি তুলে। সেসব ছবি দিয়ে তাকে ব্ল্যাকমেইলিং শুরু করে এবং টাকা হাতিয়ে নেওয়ার ঘটনা ফাঁস করলে আপত্তিকর ছবিগুলো ইন্টারনেটে ছড়িয়ে দেওয়া হবে বলে হুঁমকি দেয় স্বর্ণা ও তার সহযোগীরা।

ওআ/