ন্যাভিগেশন মেনু

প্রধানমন্ত্রীর উপহারের খাদ্য পেল মৌলভীবাজারে ১৩ হাজার পরিবার


মৌলভীবাজারে বিভিন্ন পেশার কর্মহীন ও দুস্থ ১৩ হাজার পরিবার পেল প্রধানমন্ত্রীর উপহার খাদ্য সামগ্রী। চলমান লকডাউনে প্রথম পযায়ে এসব খাদ্য সামগ্রী বিতরণ করেছে জেলা প্রশাসন।

বৃহস্পতিবার (৮ জুলাই) দুপুরে মৌলভীবাজার জেলা স্টেডিয়ামে কর্মহীন ও দুস্থ পরিবারের হাতে প্রধানমন্ত্রীর উপহার খাদ্য সামগ্রী তুলে দেন মৌলভীবাজার-৩ আসনের সংসদ সদস্য নেছার আহমদ। এ সময় উপস্থিত ছিলেন জেলা পরিষদ চেয়ারম্যান মিছবাহুর রহমান, পৌর মেয়র ফজলুর রহমান, সদর উপজেলা চেয়ারম্যান কামাল হোসেন ও অতিরিক্ত জেলা প্রশাসক মেহেদী হাসান। খাদ্য সামগ্রী পেয়ে আনন্দিত কর্মহীন ও দুস্থ মানুষ।

জেলা প্রশাসন জানায়, বিতরণকৃত প্রতিটি প্যাকেটে ১০ কেজি চাল ও ৫শত টাকার মূল্যের আলু, পেঁয়াজ, ডালসহ বিভিন্ন খাদ্য সামগ্রী রয়েছে। জেলায় করোনা কালীন সময়ে পরিবহন ও হোটেল শ্রমিক, কমিউনিটি সেন্টার, সেলুন, বিউটি পার্লার কর্মিসহ বিভিন্ন পেশার কর্মহীন ও দুস্থ মানুষদের খাদ্য সামগ্রী দেয়া হচ্ছে। জেলা সদরসহ ৭ উপজেলায় এসব খাদ্য উপহার বিতরণ করা হচ্ছে।

এছাড়াও জেলার ৫টি পৌরসভা ও ৬৭টি ইউনিয়ন পরিষদ জনপ্রতিনিধিদের মাধ্যমে ত্রান বিতরণ কাযক্রম চলমান থাকবে।

হোটেল শ্রমিক ইউসুফ মিয়া প্রধানমন্ত্রীর উপহার পেয়ে খুশি হয়ে তিনি বলেন, করোনা আসার পর বেশিরভাগ সময় হোটেল বন্ধ থাকে। আমরা অসহায় হয়ে পড়েছি। এই সহায়তায় কিছুটা হলেও আমাদের উপকারে আসবে।

মৌলভীবাজার পৌরসভার নাগরিক গৃহিনী কবিতা রায় বলেন, একসাথে প্রধানমন্ত্রীর উপহার এতেগুলো জিনিস পেয়ে খুশি হয়েছি। আমাদের এই দুর্দিনে এ সহায়তা অনেক উপকারে আসবে।

মৌলভীবাজার-৩ আসনের সংসদ সদস্য নেছার আহমদ বলেন গত বছর লকডাউনে প্রত্যেকটি শ্রেণি পেশার মানুষের জন্য প্রধানমন্ত্রী ভেবেছেন এবং তাদের পাশে দাঁড়িয়েছেন। এবারের লকডাউনেও কর্মহীন ও দুস্থ মানুষের পাশে প্রধানমন্ত্রী আছেন। খাদ্য সহায়তা দিচ্ছেন। যারা এখন পাবেননা তাদেরও পর্যায়ক্রমে খাদ্য সহায়তা দেয়া হবে।

পিডি/সিবি/ এস এস