ন্যাভিগেশন মেনু

প্রবীণ সাংবাদিক শফিউজ্জামান খান লোদী আর নেই


প্রবীণ সাংবাদিক, উপস্থাপক ও চলচ্চিত্র সংসদ কর্মী শফিউজ্জামান খান লোদী আর নেই (ইন্না লিল্লাহি...রাজিউন)।

রবিবার (১৮ এপ্রিল) সকাল সাড়ে ১১টায় রাজধানীর উত্তরার একটি বেসরকারি হাসপাতালে তিনি শেষনিঃশ্বাস ত্যাগ করেন।

শফিউজ্জামান খান লোদীর মৃত্যু সংবাদটি সংবাদমাধ্যমকে নিশ্চিত করেন বাংলাদেশ চলচ্চিত্র সাংবাদিক সমিতি (বাচসাস) এর সাবেক সভাপতি আবদুর রহমান।

তিনি জানান, আজ বাদ আসর উত্তরা ৪ নম্বর সেক্টর মসজিদে জানাজা শেষে শফিউজ্জামান খান লোদীকে দাফন করা হবে।

জানা যায়, করোনা পজিটিভ আসার পর প্রথমে রাজধানীর কুর্মিটোলা হাসপাতালে ভর্তি হয়েছিলেন শফিউজ্জামান খান লোদী। এরপর তার অবস্থা আরও অবনতি হলে তাকে উত্তরার জাপান ইস্ট ওয়েস্ট মেডিকেলে ভর্তি করানো হয়। সেখানে তিনি গত চারদিন আইসিইউতে ছিলেন।

চলচ্চিত্র সাংবাদিকতার পাশাপাশি শফিউজ্জামান খান লোদী বেতার ও টিভির জনপ্রিয় উপস্থাপক ছিলেন। তিনি চ্যানেল আইয়ের জনপ্রিয় অনুষ্ঠান ‘আমার ছবি’র উপস্থাপক ছিলেন।

এডিবি/