ন্যাভিগেশন মেনু

ফেরিঘাটে ঘরমুখো মানুষের চাপ, তীব্র যানজট


ঈদুল আযহা আর মাত্র একদিন পর, তাই বাড়ছে কাঠালবাড়ি-শিমুলিয়া ও পাটুরিয়া-দৌলতদিয়া ফেরিঘাটে ঘরমুখো মানুষের চাপ। বেলা বাড়ার সাথে সাথে দীর্ঘ হচ্ছে দুই পারের অপেক্ষমাণ যানবাহনের সারি।

বৃহস্পতিবার (৩০ জুলাই) দুপুর ১২টা নাগাদ সরেজমিনে দেখা যায় কাঠালবাড়ি-শিমুলিয়া এলাকায় প্রায় দুই হাজারের বেশি যানবাহন পারপারের অপেক্ষায় রয়েছে।

কাঁঠালবাড়ি-শিমুলিয়া ঘাট কর্তৃপক্ষ জানায়, ‘পদ্মায় তীব্র স্রোতের কারণে গতরাত পৌনে আটটা থেকে কাঁঠালবাড়ি-শিমুলিয়া নৌরুটে টানা প্রায় ১০ ঘণ্টা বন্ধ থাকে ফেরি। ভোরে সীমিত আকারে শুরু হয় ফেরি চলাচল। এতে উভয়ঘাটে যানবাহনের সারি দীর্ঘ হয় ‘

অন্যদিকে বিআইডব্লিউটিসি আরিচা কার্যালয়ের ডিজিএম জিল্লুর রহমান জানান, ‘ঈদে ঘরমুখো যাত্রীদের নিরাপদ যাত্রা নিশ্চিত করতে পুরোপুরি প্রস্তুত রয়েছে পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুট কর্তৃপক্ষ। তবে নদীতে তীব্র স্রোত থাকায় নৌরুট পারাপারের জন্য কিছুটা সময় অপেক্ষা করলেও তা স্বস্তির মধ্যে রয়েছে বলে জানান তিনি।’

জেলার অতিরিক্ত পুলিশ সুপার হাফিজুর রহমান জানান, ‘পাটুরিয়া-দৌলদিয়া নৌরুটে যানজট নিরসনে জেলা পুলিশের ৫৭৪ জন সদস্য কাজ করে যাচ্ছেন। তাছাড়া ফেরিঘাট এলাকায় ঘরমুখো যাত্রীদের স্বাস্থ্য সেবা দিতে একটি স্থায়ী মেডিকেল টিম ও ভ্রাম্যমাণ আদালত সার্বক্ষণিক কাজ করে যাচ্ছে।’

এমআইআর/ এডিবি