ন্যাভিগেশন মেনু

বই মেলায় নাশকতা ও জঙ্গি হামলার সুনির্দিষ্ট কোনও হুমকি নেই - ডিএমপি কমিশনার

‘পড় বই, গড় দেশ, বঙ্গবন্ধুর বাংলাদেশ’


সুনির্দিষ্ট কোনও হুমকি নেই তবু জঙ্গিদের কথা মাথায় রেখে সাজানো হয়েছে বইমেলার নিরাপত্তা ব্যবস্থা বলেন জানান ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) কমিশনার হাবিবুর রহমান।

বইমেলা অসাম্প্রদায়িক আয়োজন। আমরা এই আয়োজনকে বিভিন্ন সময় হুমকির মুখে পড়তে দেখেছি। এখানে নাশকতা ও জঙ্গি তৎপরতার অতীত ঘটনা রয়েছে। এই বিষয়টি স্পষ্টভাবে মাথায় রেখে নিরাপত্তা পরিকল্পনা সাজানো হয়েছে।

বুধবার (৩১ জানুয়ারি) বেলা ১১টার দিকে রাজধানীর শাহবাগের সোহরাওয়ার্দী উদ্যানের একুশে বইমেলা উপলক্ষে ডিএমপির নিরাপত্তা ব্যবস্থা পরিদর্শনে এসে কমিশনার বলেন, এবারের বইমেলায় জঙ্গি হামলার কোনও হুমকি নেই। এরপরও জঙ্গি হামলাসহ সম্ভাব্য সব দিক মাথায় রেখে নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে।

হাবিবুর রহমান বলেন, বইমেলায় ডিএমপির পক্ষ থেকে ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। মেলায় একটি পুলিশ কন্ট্রোলরুম বসানো হয়েছে। এর মাধ্যমে মেলা ও এর আশপাশ পর্যবেক্ষণ করা হবে। নিয়মিত গোয়েন্দা নজরদারির পাশাপাশি মেলায় প্রবেশপথে কয়েক ধাপে নিরাপত্তা তল্লাশি করা হবে। মেলার ভেতর-বাহিরে সার্বক্ষণিক নিরাপত্তা ব্যবস্থা, ওয়াচ টাওয়ারসহ নিশ্ছিদ্র নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে।

কমিশনার আরও বলেন, এবারের বই মেলায় দর্শনার্থীদের যাতায়াতের সুবিধা বাড়বে। মেট্রোরেলের একটি স্টেশন মেলার গা ঘেঁষে হওয়ায় এবারের মেলায় বিশেষ একটি সুবিধা যুক্ত হয়েছে। এছাড়া সোহরাওয়ার্দী উদ্যানের ইঞ্জিনিয়ার ইনস্টিটিউট গেট খুলে দেওয়া হচ্ছে এতে দর্শনার্থীদের মেলায় প্রবেশ সহজ হবে।

উল্লেখ্য , ‘পড় বই, গড় দেশ, বঙ্গবন্ধুর বাংলাদেশ’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বৃহস্পতিবার (১ ফেব্রুয়ারি) আনুষ্ঠানিকভাবে বিকাল ৩টায় বই মেলার উদ্বোধন করবেন।