ন্যাভিগেশন মেনু

বগুড়ায় আরও ৯০ জনের করোনা সনাক্ত


বগুড়ায় গত ২৪ ঘন্টায় নতুন করে ৯০ জনের দেহে করোনাভাইরাস সনাক্ত হয়েছে। এ নিয়ে জেলায় মোট করোনা আক্রান্ত রোগীর সংখ্যা দাঁড়ালো ৫ হাজার ৩৯২ জনে।

মঙ্গলবার (১১ আগস্ট) বগুড়া সিভিল সার্জন অফিসের ডা. ফারজানুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেন।

তিনি জানান, ‘গত ২৪ ঘন্টায় ৩২৬ নমুনার ফলাফলে ৯০ জনের করোনা সনাক্ত হয়েছে। বগুড়ায় নতুন করে  করোনায় সনাক্ত ৯০ জনের মধ্যে পুরুষ- ৫২জন, নারী- ৩২জন, শিশু- ৬জন। 

উপজেলাভিত্তিক  সদর ৭৮জন, আদমদীঘি ৫ জন, কাহালু ৪ জন, শেরপুর, সোনাতলা ও শিবগঞ্জে একজন করে করোনায় আক্রান্ত হয়েছেন।’

বয়সভিত্তিক বিশ্লেষণে - শিশু ৬ জন, ১৮-৪০ বছরের মধ্যে ৩৯জন, ৪১-৫০ বছরের মধ্যে ১৯জন, ৫১-৭০ বছরের মধ্যে ২৬জন। এদের মধ্যে শজিমেকের ২৮২নমুনা পরীক্ষার ফলাফলে ৭৭জন পজিটিভ এবং টিএমএসএস এ ৩৪নমুনা পরীক্ষার ফলাফলে ১৩জন পজিটিভ। মোট সুস্থ- ৪১৮২ জন, মোট মৃত্যু ১২২ জন।

এমআইআর/ এডিবি