ন্যাভিগেশন মেনু

বগুড়ায় ব্যাংক ডাকাতির চেষ্টা


বগুড়ায় ডাকাতির উদ্দেশ্যে রূপালী ব্যাংকের ভল্ট ভাঙার চেষ্টা করে দুর্বৃত্তরা। তবে এ উদ্দেশ্যে তারা ব্যর্থ হলেও এ সময় ব্যাংকের নিরাপত্তায় নিয়োজিত দুই আনসার সদস্য আহত হয়েছেন।

মঙ্গলবার (৫ জানুয়ারি) ভোর সাড়ে ৫টায় গাবতলী উপজেলার রূপালী ব্যাংক সাবেকপাড়া শাখায় এ ঘটনা ঘটে।

জানা গেছে, গাবতলী ও বগুড়া সদর উপজেলার সীমান্তবর্তী এলাকায় পীরগাছা বাজারে একটি ভাড়া বাসার দোতলায় রূপালী ব্যাংক সাবেকপাড়া শাখার কার্যক্রম পরিচালিত হয়।

রূপালী ব্যাংক সাবেকপাড়া শাখার ম্যানেজার মোতাহার হোসেন জানান, প্রতিদিনের মতো সোমবার (৪ জানুয়ারি) ব্যাংকের কার্যক্রম শেষে রাতে আনসার সদস্য মাসুদ রানা ও হাবিবুর রহমান নিরাপত্তার জন্য ব্যাংকের ভিতরে অবস্থান করেছিলেন। এ সময় মুখোশ পরিহিত কয়েকজন দুর্বৃত্ত ছাদের সিঁড়িঘরের তালা কেটে বিল্ডিংয়ে প্রবেশ করেন।

এরপর তারা ব্যাংকের কলাপসিবল গেটের তালা কেটে ভিতরে প্রবেশ করেন। এ সময় নিরাপত্তায় নিয়োজিত আনসার সদস্যরা বাধা দেওয়ার চেষ্টা করলে ডাকাত দলের সদস্যরা মাসুদ রানাকে ছুরিকাঘাত এবং হাবিবুরকে এসিড নিক্ষেপ করে।

স্থানীয়রা আনসার সদস্যদের উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (সজিমেক) হাসপাতালে ভর্তি করেন।

গাবতলী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুরুজ্জামান বলেন, ব্যাংকে সিসিটিভি ফুটেজে দেখা গেছে মুখোশ পরা দুই দুর্বৃত্ত ব্যাংকে প্রবেশ করেছিল। ব্যাংকের নিরাপত্তায় নিয়োজিত আনসার সদস্যদের ছুরিকাঘাতে দুর্বৃত্তদের একজন আহত হয়ে ছাদের সিঁড়িঘর দিয়ে পালিয়ে গেছে।

সিসিটিভি ফুটেজ দেখে দুর্বৃত্তদের শনাক্ত করার চেষ্টা করা হচ্ছে বলেও জানান তিনি ।

সিবি/এডিবি