ন্যাভিগেশন মেনু

সরকারি মাধ্যমিক স্কুলে ভর্তির লটারি ৩০ ডিসেম্বর


এ বছর সফটওয়্যারের মাধ্যমে আগামী ৩০ ডিসেম্বর অনলাইনে লটারি আয়োজনের প্রস্তাব দিয়েছে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদফতর (মাউশি)।

আগামী ১৫ ডিসেম্বর থেকে ঢাকা মহানগরীর সরকারি মাধ্যমিক বিদ্যালয়গুলোতে ভর্তির ফরম বিতরণ শুরু করার কথা বলা হয়েছে।

এ সপ্তাহের শুরুতে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগে এসব প্রস্তাব পাঠানো হয়েছে।

মাউশি পরিচালক (মাধ্যমিক) বেলাল হোসেন গণমাধ্যমকে বলেন, ‘সরকারি স্কুলে ভর্তির বিষয়ে নীতিমালা মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে। মন্ত্রণালয়ের সম্মতি পেলে সবাইকে জানিয়ে দেওয়া হবে।’

মাউশির কর্মকর্তারা বলছেন, ‘ঢাকা মহানগরের প্রথম থেকে অষ্টম শ্রেণি পর্যন্ত স্কুলে নতুন শিক্ষার্থীদের ভর্তি কার্যক্রম শুরু করতে শিক্ষা মন্ত্রণালয়ের কাছে অনুমোদন চাওয়া হয়েছে। শিক্ষা মন্ত্রণালয় থেকে অনুমোদন দিলে সকলকে তা জানিয়ে দেওয়া হবে।’

মাউশির কর্মকর্তারা বলছেন, ‘বেসরকারি বিদ্যালয়গুলোও কীভাবে নিজস্ব ব্যবস্থায় আবেদনপত্র বিতরণ ও লটারির কাজটি করবে, তাও জানিয়ে দেওয়া হবে। একই সাথে ঢাকার বাইরের সরকারি বিদ্যালয়গুলোর বিষয়েও নির্দেশনা দেওয়া হবে। টেলিটক মোবাইলের মাধ্যমে ঢাকা মহানগরীর সবকটি সরকারি বিদ্যালয়ের ভর্তির আবেদন অনলাইনে করতে হবে।’

শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সচিব মো. মাহবুব হোসেন জানান, ‘মাউশি অধিদপ্তরের প্রস্তাবিত ভর্তি নীতিমালা আমরা পেয়েছি। সেখানে আগামী ১৫ ডিসেম্বর থেকে ঢাকা মহানগরীর সরকারি মাধ্যমিক বিদ্যালয়গুলোতে ভর্তির ফরম বিতরণ শুরু করার কথা বলা হয়েছে। তাদের প্রস্তাবিত তারিখগুলোও ঠিক রাখা হতে পারে, আবার দু-এক দিন এগোনো-পেছানোও হতে পারে।’

মাউশি অধিদপ্তর সূত্র জানায়, এবার ঢাকা মহানগরীর ৪৪টি সরকারি মাধ্যমিক বিদ্যালয়ে লটারির মাধ্যমে শিক্ষার্থী ভর্তি করা হবে। এর মধ্যে প্রথম শ্রেণি রয়েছে এমন বিদ্যালয়ের সংখ্যা ১৭টি। প্রথম থেকে নবম শ্রেণি পর্যন্ত শূন্য আসন রয়েছে প্রায় ১২ হাজার। তবে প্রথম শ্রেণিতে আসন রয়েছে মাত্র এক হাজার ৩০০টি।

ওয়াই এ/এডিবি