ন্যাভিগেশন মেনু

বিদেশে বসবাসরতদের প্রবেশে নিষেধাজ্ঞা অস্ট্রেলিয়ায়


অস্ট্রেলিয়ায় করোনাভাইরাসের অতি সংক্রামক ধরন ডেলটার প্রকোপ অতিমাত্রায় বেড়ে যাওয়ায় বিদেশে বসবাসরত নাগরিকদের দেশে প্রবেশে নিষেধাজ্ঞা জারি করেছে অস্ট্রেলিয়া।

শুক্রবার (৫ অক্টোবর) দেশটির কেন্দ্রীয় সরকার এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।

বিজ্ঞপ্তিতে করোনাভাইরাস সংক্রমণে নিয়ন্ত্রণ আনতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানানো হয়। দেশের অন্তত ৮০ শতাংশ মানুষকে টিকার আওতায় আনার আগ পর্যন্ত প্রবাসী অস্ট্রেলিয়ান নাগরিক এবং বিদেশিদের জন্য সরকারের দুয়ার খোলার পরিকল্পনা আপাতত নেই বলে জানানো হয়।

এর আগে,মহামারি শুরু হওয়ার অল্প কিছুদিনের মধ্যেই বিদেশি নাগরিকদের প্রবেশে নিষেধাজ্ঞা আরোপ করেছিল অস্ট্রেলিয়া। এবার বিশ্বের বিভিন্ন দেশে বসবাসরত নিজ দেশের নাগরিকদের জন্যও একই নিয়ম জারি করলো দেশটি।

এদিকে, সরকারের এই নতুন বিজ্ঞপ্তিতে ব্যাপক ক্ষুব্ধ হয়েছেন দেশটির জনগণের একাংশ। সরকারি এই নীতিকে ‘বর্বরোচিত’ বলে উল্লেখ করেছেন তারা।

করোনা সংক্রমণ প্রতিরোধে মহামারির শুরু থেকেই লকডাউনসহ কঠোর বিধিনিষেধ জারি করেছিল অস্ট্রেলিয়ার সরকার। তার সুফলও পাওয়া যাচ্ছিল; কিন্তু ডেলটা ধরনের প্রকোপে সেসব অর্জন এখন হুমকির মুখে বলে জানিয়েছেন দেশটির চিকিৎসক ও জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা।

বর্তমানে অস্ট্রেলিয়ায় করোনা টিকার ডোজ সম্পূর্ণ করেছেন মোট জনসংখ্যার মাত্র ১৯ শতাংশ।

এডিবি/