ন্যাভিগেশন মেনু

বিধিনিষেধ প্রত্যাহার করলো স্কটল্যান্ড


করোনাভাইরাসের সংক্রমণ রোধে স্কটল্যান্ডে বিধিনিষেধ তুলে নেওয়া হয়েছে। রবিবার (৮ আগস্ট) মধ্যরাতে এসব বিধিনিষেধ তুলে নেওয়া হয়। খবর বিবিসি’র।

স্কটল্যান্ডবাসীরা বিধিনিষেধ প্রত্যাহারের ফলে স্বাভাবিক জীবনযাপনে ফিরতে শুরু করেছেন। মহামারি শুরুর পর নাইট ক্লাব বন্ধ করে দেওয়া হয়েছিল। এর আগে বিধিনিষেধ উঠলেও নাইট ক্লাব বন্ধ ছিল। বিধিনিষেধ প্রত্যাহারের ফলে এই প্রথম সেখানকার নাইট ক্লাবগুলো খুলে যাচ্ছে। রেস্তোরাঁ চালু থাকবে। শিক্ষা প্রতিষ্ঠানগুলো খুলে দেয়া হচ্ছে। তবে সেখানে সব শিক্ষক ও শিক্ষার্থীর মাস্ক পরার উপর বাধ্যবাধকতা রয়েছে। উন্মুক্ত স্থানে জনসাধারণ জড়ো হতে পারবেন।

এরপরও শিশু ও প্রাপ্তবয়স্ক কেউ করোনা শনাক্ত করো সংস্পর্শে এলে তাকে নিঃসঙ্গ যাপনের পরামর্শ দেয়া হয়েছে।

স্থানীয় গণমাধ্যমকে স্কটল্যান্ডের ফার্স্ট মিনিস্টার (মুখ্যমন্ত্রী) নিকোলা স্টারজিওন বলেছেন, দ্রুত করোনা ভাইরাসের সংক্রমণ কমে যাওয়ায় এবং টিকার সফলতার কারণে পাঁচ ধাপের বিধিনিষেধের সবচেয়ে নিম্ন ধাপে (শূন্য) পৌঁছা সম্ভব হয়েছে।

ওআ/