ন্যাভিগেশন মেনু

বিভেদ ভুলে ঐক্যবদ্ধ সুইডেন আওয়ামী লীগ


আওয়ামী লীগের বিগত সম্মেলনকে কেন্দ্র করে কিছু মতবিরোধ হওয়ায় মুজিব আদর্শের অনুসারীদের মাঝে অনৈক্য সৃষ্টি হয়। আলোচনার পরিপ্রেক্ষিতে দলের বৃহত্তর স্বার্থে সুসংগঠিত ঐক্যবদ্ধ শক্তিশালী সুইডেন আওয়ামী লীগ গড়ার প্রত্যয়ে সব দ্বিধাদ্বন্দ্ব ভেদাভেদ ও ভুল বোঝাবুঝির অবসান হয়েছে।

সুইডেন আওয়ামী লীগের সভাপতি এএইচএম জাহাঙ্গীর কবির ও সাধারণ সম্পাদক ড. ফরহাদ আলী খান এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।

সুইডেন আওয়ামী লীগের সব কার্যক্রমকে আরও গতিশীল ও শক্তিশালী করতে বর্তমান চলমান কার্যকরী কমিটিতে গঠনতান্ত্রিক বিধিবাধকতা অনুসরণ করে পরিষদের সদস্য হিসেবে ২১ জন ও উপদেষ্টা পরিষদের সদস্য হিসেবে ৮ জনকে অন্তর্ভুক্ত করা হলো। অবশিষ্ট ১৬ জনকে সুইডেন আওয়ামী লীগের আগামী সম্মেলনে কাউন্সিলর হিসেবে অন্তর্ভুক্ত করা করা হবে।

ওআ/