ন্যাভিগেশন মেনু

বিল গেটস ও মেলিন্ডার আনুষ্ঠানিক বিচ্ছেদ সম্পন্ন


মাইক্রোসফটের সহ-প্রতিষ্ঠাতা ধনকুবের বিল গেটস ও মেলিন্ডা ফ্রেঞ্চ ২৭ বছরের বিবাহিত জীবনের ইতি টেনেছেন। 

সোমবার (২ আগস্ট) তাদের বিবাহবিচ্ছেদের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়েছে। ওয়াশিংটনে আদালতের নথি থেকে এ তথ্য নিশ্চিত হওয়া গেছে। খবর সিএনএনের।

২৭ বছরের বিবাহিত জীবনের অবসান ঘটাতে গত ৩ মে বিচ্ছেদের আবেদন জানান বিল গেটস ও মেলিন্ডা ফ্রেঞ্চ গেটস। তবে তারা এক সঙ্গে এক সঙ্গে জনগণের ভালোর জন্য কাজ চালিয়ে যেতে চান। ওই সময়ে এই যুগল জানান, বৈবাহিক সম্পদ বন্টন নিয়ে একটি চুক্তিতে পৌঁছেছেন তারা।

আদালত থেকে বলা হয়েছে, বিল গেটস এবং মেলিন্ডাকে অবশ্যই বিচ্ছেদ চুক্তির শর্ত মানতে হবে।

১৯৮৭ সালে মেলিন্ডার সঙ্গে পরিচয় হয় বিল গেটসের। পরে তারা প্রণয়ে জড়ান, সেই প্রণয় গড়ায় পরিণয়ে। এরপর ১৯৯৪ সালে তারা বিয়ে করেন।

এরপর ২০০০ সালে গঠন করেন বিল ও মেলিন্ডা গেটস ফাউন্ডেশন। এ ফাউন্ডেশন’ বিশ্বের শীর্ষ দাতব্য প্রতিষ্ঠান। বিশ্বজুড়ে সংক্রামক রোগের বিরুদ্ধে লড়াই করছে এ ফাউন্ডেশন। শিশুদের ভ্যাকসিনের আওতায় আনতে বড় অঙ্কের অর্থ ব্যয় করে প্রতিষ্ঠানটি।

ফোর্বস সাময়িকীর তথ্যমতে, বর্তমানে বিশ্বের ধনী ব্যক্তিদের তালিকায় বিল গেটস চতুর্থ অবস্থানে। তার সম্পদের পরিমাণ ১২৪ বিলিয়ন মার্কিন ডলার।

ওআ/