ন্যাভিগেশন মেনু

বিশ্বব্যাপী করোনা থেকে সুস্থ ২ কোটির বেশি মানুষ


বৈশ্বিক করোনাভাইরাসে জেরবার প্রতিটি দেশ। এর থেকে রক্ষা পেতে চলছে নিরন্তর লড়াই। তবে আশার হলো, বিশ্বজুড়ে করোনা আক্রান্ত হওয়ার পর এরই মধ্যে সুস্থ হয়েছে ২ কোটির বেশি মানুষ।

তাছাড়া, বর্তমানে চিকিৎসাধীন রয়েছেন ৭০ লাখ ১৪ হাজার ৮১৫ জন।

আন্তর্জাতিক জরীপকারী সংস্থা ওয়ার্ল্ডোমিটারের তথ্য অনুযায়ি, গত ২৪ ঘণ্টায় বিশ্বে নতুন করে করোনা শনাক্ত হয়েছে ২ লাখ ৮৬ হাজার ২৫২ জন। আর বিশ্বে করোনায় মারা গেছে ৯ লাখ ৭ হাজারের বেশি মানুষ।

করোনা আক্রান্ত ও মৃতের সংখ্যার দিক এখনও তালিকায় সবার ওপরে রয়েছে যুক্তরাষ্ট্র। দেশটিতে এ পর্যন্ত করোনা শনাক্ত রোগীর সংখ্যা ৬৫ লাখ ৪৯ হাজার ৪৭৫ জন। আর করোনায় মৃত্যু হয়েছে ১ লাখ ৯৫ হাজার ২৩৯ জনের।

সিবি/এডিবি