ন্যাভিগেশন মেনু

দ্বৈত নাগরিকদের তালিকা চেয়েছেন হাইকোর্ট


দ্বৈত নাগরিকত্ব ও দ্বৈত পাসপোর্টধারী বাংলাদেশি নাগরিকদের তালিকা চেয়েছেন হাইকোর্ট।

সোমবার (২১ ডিসেম্বর) বিচারপতি নজরুল ইসলাম তালুকদার ও আহমেদ সোহেলের দ্বৈত বেঞ্চ এই আদেশ দেন।

আদালত জানিয়েছেন, দ্বৈত পাসপোর্ট নিয়ে বিদেশে যাতায়াতকারীদের তথ্য জানা প্রয়োজন। বিদেশে অর্থ পাচার মামলার তালিকা চেয়ে করা আদেশে ইমিগ্রেশন ও পুলিশের বিশেষ শাখাকে পক্ষভুক্ত করে স্বপ্রনোদিত হয়ে এ আদেশ দেন।

এর আগে ৯ ডিসেম্বর হাইকোর্ট এক আদেশে বলেন, ২৮ ফেব্রুযারির মধ্যে অর্থ পাচারকারীদের সুনির্দিষ্ট তালিকা দিবে সরকারের ৫টি সংস্থা।

এদিকে আইনজীবীরা জানিয়েছেন, কানাডাসহ বিশ্বের বিভিন্ন দেশে অর্থ পাচারকারী কারা, সেটা উদঘাটনের চেষ্টা হিসেবে এই আদেশ দেওয়া হয়েছে।

এস এ /এডিবি