NAVIGATION MENU

ভারতকে উড়িয়ে ওয়ানডে সিরিজ জিতলো অস্ট্রেলিয়া


পরপর দু’ম্যাচ জিতে ১ ম্যাচ হাতে রেখেই ওয়ানডে সিরিজ জিতে নিলো অস্ট্রেলিয়া। সিরিজের দ্বিতীয় ওয়ানডেতেও অজিদের কাছে ৫১ রানে হারে ভারতীয়রা।

এখন ক্যানবেরায় সিরিজের তৃতীয় এবং শেষ ওয়ানডে ম্যাচ কেবলই আনুষ্ঠানিকতার।

রবিবার (২৯ অক্টোবর) সিডনিতে টস জিতে ব্যাট করতে নেমে এদিনও ভারতীয় বোলারদের ওপর চড়াও হন দুই অজি ওপেনার ওয়ার্নার ও ফিঞ্চ। দু'জনই তুলে নেন ফিফটি। টপ অর্ডারের দুর্দান্ত ব্যাটিংয়ে, নির্ধারিত ৫০ ওভারে ৪ উইকেটে ৩৮৯ রান সংগ্রহ করে অস্ট্রেলিয়া।

বিশাল লক্ষ্য তাড়া করতে নেমে ভালো শুরুর চেষ্টা করেন মায়াঙ্ক আগারওয়াল ও শিখর ধাওয়ান। দু'জনে মিলে গড়েন ৫৮ রানের জুটি। এসময় ৩০ রান করে আউট হন ধাওয়ান। ক্রিজে সেট হয়েও বড় ইনিংস খেলতে পারেন নি আগারওয়াল, শ্রেয়াস আইয়াররা। ২৮ রান করেন আগারওয়াল। আইয়ারের সংগ্রহ ৩৮ রান।

তবে অধিনায়ক বিরাট কোহলি ও লোকেশ রাহুল জুটি কিছুটা সম্ভাবনা তৈরি করেন। দু'জনই চড়াও অজি বোলারদের ওপর। তবে ৮৯ রান করে কোহলির বিদায়ের পর, ম্যাচ হেলে যায় স্বাগতিকদের দিকে। অবশেষে ৯ উইকেট হারিয়ে ৩৩৮ রানে থামে ভারত।

সংক্ষিপ্ত স্কোর:

অস্ট্রেলিয়া: ৩৮৯/৪ (৫০ ওভারে, ওয়ার্নার ৮৩, ফিঞ্চ ৬০, স্মিথ ১০৪, ম্যাক্সওয়েল ৬৩*, পান্ডিয়া ১/২৪)।

ভারত: ৩৩৮/৯ (৫০ ওভারে, কোহলি ৮৯, আইয়ার ৩৮, রাহুল ৭৬, পান্ডিয়া ২৮, জাদেজা ২৪, কামিন্স ৩/৬৭, জামপা ২/৬২, কামিন্স ৩/৬৭)।

ফল: অস্ট্রেলিয়া ৫১ রানে জয়ী।

ম্যাচ সেরা: স্টিফেন স্মিথ।

এমআইআর/এডিবি