ন্যাভিগেশন মেনু

ভারতে একদিনে করোনায় মৃত্যু ৫৩২


মহামারি করোনাভাইরাসে ভারতে গত কয়েক দিনে সংক্রমণ ও প্রাণহানির গ্রাফ উঠানামা করলেও ফের দেশটিতে দৈনিক আক্রান্ত বেড়েই চলেছে। ভারতে গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়েছেন ৪২ হাজার ৯৮২ জন মানুষ এবং মারা গেছেন ৫৩২ জন। অর্থাৎ আগের দিনের তুলনায় দেশটিতে আক্রান্ত রোগীর সংখ্যা বেড়েছে ৪১৬ জন এবং মৃতের সংখ্যা কমেছে ২৯ জন।। তবে আগের দিনের তুলনায় গত একদিনে বেড়েছে সংক্রমণ ও মৃত্যুর সংখ্যা। কমেছে সুস্থতার হার।

বৃহস্পতিবার (৫ আগস্ট) ভারতের স্বাস্থ্য মন্ত্রণালয়ের দেওয়া তথ্য অনুযায়ী, ভারতে গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়েছেন ৪২ হাজার ৯৮২ জন । এ পর্যন্ত দেশটিতে করোনায় আক্রান্ত হয়েছেন মোট ৩ কোটি ১৮ লাখ ১০ হাজার ৭৮২ জন।

গত ২৪ ঘণ্টায় করোনায় মারা গেছেন ৫৩২ জন। মহামারির শুরুর থেকে এ পর্যন্ত দেশটিতে করোনায় মোট মারা গেছেন মোট ৪ লাখ ২৬ হাজার ৩২১ জন।

এদিকে গত ২৪ ঘণ্টায় দেশটিতে করোনা থেকে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৪১ হাজার ৮৭৫ জন।

কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, ভারতের ২৮ রাজ্য ও ৮ কেন্দ্রশাসিত অঞ্চলের মধ্যে বুধবার দৈনিক সংক্রমণে শীর্ষে ছিল কেরালা। দেশটির দক্ষিণাঞ্চলের এই রাজ্যটিতে এই দিন করোনায় আক্রান্ত হয়েছেন ২২ হাজার ৪১৪ জন। একই দিন করোনায় সর্বোচ্চ সংখ্যক মৃত্যু হয়েছে মহারাষ্ট্রে।

এস এ/ওআ