ন্যাভিগেশন মেনু

ভারতে করোনায় সংক্রমণ ও মৃত্যু কমেছে


ভারতে করোনাভাইরাস আক্রান্ত হয়ে কয়েকদিনের ব্যবধানে দ্বিতীয় দিনেরমতো গত ২৪ ঘণ্টায় কমেছে সংক্রমণ ও মৃত্যুর হার। গত ২৪ ঘণ্টায় মারা গেছে ৭২৪ জন এবং ৩৭ হাজারের বেশি নতুন আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছেন। 

সোমবার (১২ জুলাই)  ভারতের কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের প্রকাশিত পরিসংখ্যা অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় করোনায় মৃত্যু হয়েছে ৭২৪ জনের এবং করোনা আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছেন ৩৭ হাজার ১৫৪  জন। সুস্থ হয়েছেন ৩৯ হাজার ৬৪৯ জন। 

ভারতে মোট মৃতের সংখ্যা ৪ লাখ ৮ হাজার ৭৬৪ জন এবং মোট সংক্রমিতের সংখ্যা হয়েছে ৩ কোটি ৮ লাখ ৭৪ হাজার ৩৭৬ জন। দেশটিতে এখন মোট সক্রিয় রোগীর সংখ্যা ৪ লাখ ৫০ হাজার ৮৯৯ জন।

পশ্চিমবঙ্গে রবিবার সন্ধ্যার বুলেটিন অনুযায়ী একদিনে মোট ৯২৪ জনের দেহে করোনা সংক্রমণ শনাক্ত হয়েছে এবং করোনায় প্রাণ হারিয়েছেন ১৩ জন।

রবিবার প্রায় ১ লাখ ৩৫ হাজার মানুষ করোনা টিকা গ্রহণ করেছেন। এখন পর্যন্ত দেশে ৩৭ কোটি ৭৩ লাখের বেশি মানুষ করোনা টিকা গ্রহণ করেছেন। 

এস এ/এডিবি/