ন্যাভিগেশন মেনু

ভারতে করোনায় ২৪ ঘণ্টায় আক্রান্ত কম, মৃত্যু ৬১৭


ভারতে করোনাভাইরাসে তিন দিন পর দৈনিক সংক্রমণ অনেকটাই কমেছে। গত ২৪ ঘণ্টায় ভারতে করোনা আক্রান্ত হয়েছেন ৩৮ হাজার ৬২৮ জন এবং মারা গেছেন ৬১৭ জন।

এ নিয়ে দেশে মোট আক্রান্তের সংখ্যা হলো ৩ কোটি ১৮ লাখ ৯৫ হাজার ৩৮৫ জন এবং মারা গেছেন, ৪ লাখ ২৭ হাজার ৩৭১ জন।

শনিবার (৭ আগস্ট) ভারতের কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রণালয় জানায়, শুক্রবার দৈনিক মৃত্যু নেমেছিল পাঁচশোর নিচে গতকাল শনিবার তা বেড়ে ৬১৭ জন হয়েছে। কেরলে গত ২৪ ঘণ্টায় আক্রান্তের সংখ্যা ২০ হাজারের কাছাকাছি। মহারাষ্ট্রে তা ৫ হাজার ৫৩৯। কর্নাটক, অন্ধ্রপ্রদেশ এবং তামিলনাড়ুতে গত কয়েকদিন ধরে দৈনিক সংক্রমণ প্রায় একই আছে।

গত ২৪ ঘণ্টায় সংক্রমণ কম হওয়ার জেরে দু’হাজার মতো কমেছে দেশের সক্রিয় রোগীর সংখ্যা। দেশে এখন সক্রিয় রোগী রয়েছেন ৪ লাখ ১২ হাজার ১৫৩ জন।

পশ্চিমবঙ্গে শুক্রবার সন্ধ্যার বুলেটিন অনুযায়ী একদিনে মোট ৭১৭ জন করোনা আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছেন এবং মৃত হয়েছে ৯ জনের।

ভারতে এখন পর্যন্ত দেশে ৫০ কোটি ১০ লাখের বেশি মানুষ করোনা টিকা গ্রহণ করেছেন।

এডিবি/