ন্যাভিগেশন মেনু

ভারতে একদিনে করোনা সংক্রমণ ও মৃত্যু বেড়েছে


ভারতে গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়েছেন ৪২ হাজার ৬২৫ জন মানুষ এবং মারা গেছেন ৫৬২ জন। অর্থাৎ আগের দিনের তুলনায় দেশটিতে নতুন সংক্রমিত রোগী সংখ্যা কমেছে আড়াই হাজারের বেশি। তবে আগের দিনের তুলনায় গত একদিনে বেড়েছে সংক্রমণ ও মৃত্যুর সংখ্যা। কমেছে সুস্থতার হার।

বুধবার (৪ আগস্ট) ভারতের স্বাস্থ্য মন্ত্রণালয়ের দেওয়া তথ্য অনুযায়ী,গত ২৪ ঘণ্টায় দেশটিতে নতুন করে করোনায় সংক্রমিত হয়েছেন ৪২ হাজার ৬২৫ জন মানুষ।  মহামারির শুরু থেকে দেশটিতে করোনায় আক্রান্তের মোট সংখ্যা দাঁড়িয়েছে ৩ কোটি ১৭ লাখ ৬৯ হাজার ১৩২ জনে।

অন্যদিকে গত ২৪ ঘণ্টায় ভারতে করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন ৫৬২ জন। মহামারির শুরু থেকে দেশটিতে এখন পর্যন্ত মারা গেছেন ৪ লাখ ২৫ হাজার ৭৫৭ জন।

গত ২৪ ঘণ্টায়  ভারতে সুস্থ হয়েছেন বা হাসপাতাল থেকে ছাড়া পেয়েছেন ৩৬ হাজার ৬৬৮ জন। 

অন্যদিকে, গত ২৪ ঘণ্টায় ভারতে দৈনিক সংক্রমণের হার ফের বেড়ে দাঁড়িয়েছে ২ দশমিক ৩১ শতাংশে। অবশ্য টানা ৪৩ দিন ধরে দেশটিতে দৈনিক সংক্রমণের হার ৫ শতাংশের নিচেই রয়েছে।

পশ্চিমবঙ্গে মঙ্গলবার সন্ধ্যার বুলেটিন অনুযায়ী এক দিনে মোট ৭২৯ জনের দেহে করোনা সংক্রমণ শনাক্ত হয়েছে এবং মারা গেছেন ৯ জন।

ভারতে এখন পর্যন্ত ৪৮ কোটি ৫২ লাখের বেশি মানুষ করোনা টিকা গ্রহণ করেছেন। 

এস এ/এডিবি/