ন্যাভিগেশন মেনু

ভারতে করোনায় ২৪ ঘণ্টায় সংক্রমণ বাড়লেও কমেছে মৃত্যু


ভারতে গত ২৪ ঘণ্টায় বেড়েছে করোনার দৈনিক সংক্রমণ। তবে কমেছে মৃত্যু। গত ২৪ ঘণ্টায় আক্রান্ত হয়েছেন ৪১ হাজার ১৫৭ জন এবং মারা গেছেন ৫১৮ জন। এর আগে শুক্রবার সংক্রমিত হয়েছিলেন ৩৮ হাজার ৭৯ জন। আগেরদিনের তুলনায় শনিবার ৭.৪ শতাংশ দৈনিক সংক্রমণ বেড়েছে। 

অন্যদিকে, শুক্রবার করোনায় প্রাণ হারিয়েছেন ৫৬০ জন। গত ২৪ ঘণ্টায় করোনায় প্রাণ হারালেন ৫১৮ জন।

দেশে এখনও পর্যন্ত করোনা আক্রান্তের মোট সংখ্যা বেড়ে হলো ৩ কোটি ১১ লাখ ৬ হাজার ৬৫ জন। 

ভারতের স্বাস্থ্যমন্ত্রণালয় জানায়, করোনায় দেশে এখনও পর্যন্ত মৃত্যু হয়েছে ৪ লাখ ১৩ হাজার ৬০৯ জনের। দেশে বর্তমানে মোট সক্রিয় রোগির সংখ্যা ৪ লাখ ২২ হাজার ৬৬০ জন। গত ২৪ ঘণ্টায় করোনা থেকে মুক্তি পেয়েছেন ৪২ হাজার ৪ জন। এখনও পর্যন্ত দেশে মোট করোনা থেকে সেরে উঠেছেন ৩ কোটি ২ লাখ ৬৯ হাজার ৭৯৬ জন। দেশে সুস্থতার হার বর্তমানে ৯৭.৩১ শতাংশ।

গত ২৪ ঘণ্টায় ভারতে মোট ১৯ লাখ ৩৬ হাজার ৭০৯ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। এখন পর্যন্ত মোট নমুনা পরীক্ষা হয়েছে ৪৪ কোটি ৩৯ লাখ ৫৮ হাজার ৬৬৩ জনের।

পশ্চিমবঙ্গে গত ২৪ ঘন্টায় আক্রান্ত হয়েছেন ৮৯৯ জন এবং মারা গেছেন ৮ জন।

ভারতে টিকাকরণ শুরু হওয়ার পর থেকে এখনও পর্যন্ত ৪০ কোটি ৪৯ লাখ ৩১ হাজার ৭১৫ জনকে টিকা দেওয়া হয়েছে।

এডিবি/