ন্যাভিগেশন মেনু

ভারতে করোনায় ২৪ ঘণ্টায় ৪৪০ জনের মৃত্যু


ভারতে করোনাভাইরাসে গত ২৪ ঘণ্টায় ফের বেড়েছে সংক্রমণ ও মৃত্যুর সংখ্যা। করোনায় গত একদিনে আক্রান্ত হয়েছেন ৩৫ হাজার ১৭৮ জন এবং মারা গেছেন ৪৪০ জন। আগের দিনের তুলনায় গত একদিনে আক্রান্ত রোগী সংখ্যা বেড়েছে ১০ হাজারের বেশি ও মৃত্যু বেড়েছে ৩ জন।

গত একদিনে ভারতে সুস্থ হয়েছেন বা হাসপাতাল থেকে ছাড়া পেয়েছেন ৩৭ হাজারের বেশি মানুষ।

সর্বশেষ তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশটিতে সুস্থতার হার ৯৭ দশমিক ৫২ শতাংশ। করোনা মহামারি শুরুর পর থেকে যা সর্বোচ্চ।

বুধবার (১৮ আগস্ট) ভারতের কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রণালয় জানায়, মহামারির শুরু থেকে দেশটিতে করোনায় আক্রান্তের মোট সংখ্যা দাঁড়িয়েছে ৩ কোটি ২২ লাখ ৮৫ হাজার ৮৫৭ জনে। মহামারির শুরু থেকে দেশটিতে এখন পর্যন্ত মারা গেছেন ৪ লাখ ৩২ হাজার ৫১৯ জন।

ভারতের কেরলের অবস্থা সবচেয়ে খারাপ। গত ২৪ ঘণ্টায় দক্ষিণের এই রাজ্যে আক্রান্ত হয়েছেন ২১ হাজার ৬১৩ জন। মহারাষ্ট্রে আগের থেকে কিছুটা হলেও পরিস্থিতি নিয়ন্ত্রণে। সেখানে আক্রান্তের সংখ্যা ৪ হাজার ৪০৮।

ভারতে এখন সক্রিয় রোগী রয়েছে ৩ লাখ ৬৭ হাজার ৪১৫ জন। এরমধ্যে ১ লাখ ৭৫ হাজার ৬৯৫ জন কেরলে আর মহারাষ্ট্রে ৬৪ হাজার ৭৯০ জন।

এস এ/এডিবি/