ন্যাভিগেশন মেনু

ভারতে করোনায় ২৪ ঘণ্টায় ৫৮১ জনের মৃত্যু


করোনা মহামারিতে বিপর্যস্ত ভারতে গতকয়েকদিনে ফের বেড়েছে শনাক্তের হার। বুধবার (১৪ জুলাই) নতুন করে কোভিড আক্রান্ত হয়েছেন ৪১ হাজার ৮০৬ জন ও মারা গেছেন ৫৮১  জন। এছাড়া এদিন সুস্থ হয়েছেন ৩৯ হাজার ১৩০ জন।

বৃহস্পতিবার (১৫ জুলাই) ভারতের স্বাস্থ্য মন্ত্রণালয়ের দেওয়া তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশটিতে করোনায় সংক্রমিত হয়ে মারা গেছেন ৫৮১ জন। এখন পর্যন্ত ভারতে করোনা সংক্রমণে মারা গেছে ৪ লাখ ১২ হাজার ১৯  জন।  গত ২৪ ঘণ্টায় দেশটিতে করোনায় সুস্থ হয়েছেন ৩৯ হাজার ১৩ জন। করোনা আক্রান্তের মোট সংখ্যা দাঁড়িয়েছে মোট ৩ কোটি ৯ লাখ ৮৭ হাজার ৮৪০ জন।  দেশটিতে বর্তমানে সক্রিয় করোনা রোগী আছেন ৪ লাখ ৩২ হাজার ৪১ জন।

দেশটির কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, মঙ্গলবারের তুলনায় বুধবার করোনায় নতুন আক্রান্ত রোগীর সংখ্যা বেড়েছে ৩ হাজার ১৪ জন, যা শতকরা হিসেবে ৭ দশমিক ৭ শতাংশ বেশি। বুধবার দৈনিক সংক্রমণ সবচেয়ে বেশি হয়েছে ভারতের দক্ষিণাঞ্চলীয় রাজ্য কর্ণাটকে। 

দেশটিতে বর্তমানে সক্রিয় করোনা রোগী আছেন শতকরা হিসেবে যা মহামারি শুরুর পর থেকে এখন পর্যন্ত মোট আক্রান্ত রোগীর ১ দশমিক ৩৯ শতাংশ।

ভারতের কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, বর্তমানে ভারতে করোনা থেকে সুস্থ হয়ে ওঠার শতকরা হার ৯৭ দশমিক ২৮ শতাংশ।

এস এ/ওআ