ন্যাভিগেশন মেনু

ভারতে করোনা সংক্রমণ কিছুটা বেড়েছে


ভারতে করোনায় দৈনিক সংক্রমণ দুইদিন পর ফের ৪০ হাজারের গণ্ডি ছাড়ালো। দেশটিতে গত ২৪ ঘণ্টায় আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছেন ৪২ হাজার ১৫ জন এবং মারা গেছেন ৪৮৯ জন। 

শনাক্তের হিসেবে আগের দিনের তুলনায় বেড়েছে ৪০ শতাংশ। এ নিয়ে দেশটিতে মোট আক্রান্তের সংখ্যা ৩ কোটি ১২ লাখ ১৬ হাজার ৩৩৭ জন।

বুধবার (২১ জুলাই) ভারতের কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রণালয় জানায়, গত ২৪ ঘণ্টায় দেশে মৃত্যু হয়েছে ৩ হাজার ৯৯৮ জনের। যে মহারাষ্ট্রে গত এক সপ্তাহে দৈনিক মৃত্যুর সংখ্যা ছিল দেড়শোর কাছাকাছি, সেখানেই গত ২৪ ঘণ্টায় মৃত্যু দেখানো হয়েছে ৩ হাজার ৬৫৬।

ধারণা করা হচ্ছে, পুরনো মৃত্যু, যা কোভিড-মৃত্যুর তালিকায় রাখা ছিল না, তা যোগ করায় দৈনিক মৃত্যুর সংখ্যা এতো বেশি।

মঙ্গলবার ভারতে সুস্থ হয়েছেন ৩৬ হাজার ৯৭৭ জন। দেশটিতে বর্তমানে অ্যাকটিভ কেসের সংখ্যা ৪ লাখ ৭ হাজার ১৭০।

পশ্চিমবঙ্গে মঙ্গলবার সন্ধ্যার বুলেটিন অনুযায়ী একদিনে মোট ৭৫২ জনের দেহে করোনা সংক্রমণ শনাক্ত হয়েছে এবং মৃত্যু হয়েছে ১০ জনের। রাজ্যে একদিনে সুস্থ হয়েছে ৯৯২ জন।

দেশটিতে মঙ্গলবার প্রায় ৩৪ লাখ ২৫ হাজার মানুষ করোনা টিকা গ্রহণ করেছেন। এখনও পর্যন্ত দেশে ৪১ কোটি ৫৪ লাখের বেশি মানুষ করোনা টিকা গ্রহণ করেছেন।

এডিবি/