ন্যাভিগেশন মেনু

ভারতে গত ২৪ ঘণ্টায় সর্বোচ্চ সংক্রমণ ৪৬৮০৫


ভারতে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় বেড়েছে মৃত্যুর সংখ্যা। গত একদিনে দেশটিতে শনাক্ত হয়েছেন ৪৬ হাজার ৮০৫ জন।

দৈনিক সংক্রমণে শীর্ষে আছে দেশটির দক্ষিণের রাজ্য কেরালা। এই রাজ্যে নতুন আক্রান্ত রোগীর সংখ্যা ৩২ হাজার ৮০১ জন।

শুক্রবার (২৭ আগস্ট) করোনায় গত একদিনে আক্রান্ত হয়েছেন ৪৬ হাজার ৮০৫ জন এবং মারা গেছেন ৫১৪ জন। এদিকে গত একদিনে ভারতে সুস্থ হয়েছেন বা হাসপাতাল থেকে ছাড়া পেয়েছেন ৩১ হাজার ৩৪১ জন মানুষ।

সর্বশেষ তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশটিতে সুস্থতার হার ৯৭ দশমিক ৫৬ শতাংশ। বর্তমানে ভারতে করোনা পজিটিভ হিসেবে দৈনিক শনাক্তের হার ২ দশমিক ১৯ শতাংশ।

শনিবার (২৮ আগস্ট) ভারতের স্বাস্থ্য মন্ত্রণালয়ের দেওয়া তথ্য অনুযায়ী, মহামারির শুরু থেকে দেশটিতে করোনায় আক্রান্তের মোট সংখ্যা দাঁড়িয়েছে ৩ কোটি ২৬ লাখ ৪৯ হাজার ১৩০ জনে। মহামারির শুরু থেকে দেশটিতে এখন পর্যন্ত মারা গেছেন ৪ লাখ ৩৭ হাজার ৪০৩ জন।

বিজ্ঞপ্তিতে কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রণালয় আরও জানিয়েছে, চলতি বছর ১৬ জানুয়ারি থেকে টিকাদান কর্মসূচি শুরু করেছে ভারত। কর্মসূচিতে এ পর্যন্ত ৬২ কোটি ২৯ লাখেরও বেশি করোনা টিকার ডোজ ব্যবহার করা হয়েছে।

এসএ/এডিবি/