ন্যাভিগেশন মেনু

করোনা: ভারতে গত ২৪ ঘণ্টায় বেড়েছে সংক্রমণ, মৃত্যু ৬২৪


ভারতে করোনাভাইরাসে আক্রান্তের হার ফের কিছুটা বেড়েছে। দেশটিতে গত ২৪ ঘণ্টায় ৬২৪ জনের মৃত্যু হয়েছে এবং করোনা আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছে ৩৮ হাজার ৭৯২ জন যা মঙ্গলবারের তুলনায় তা বেড়েছে ৬ হাজারের কাছাকাছি। গত একদিনে ভারতে সুস্থ হয়েছেন ৪১ হাজার মানুষ।

বুধবার (১৪ জুলাই ) ভারতের স্বাস্থ্য মন্ত্রণালয় সুত্রে এ তথ্য জানা গেছে।

তথ্য অনুযায়ী,দেশটিতে এখন পর্যন্ত ৩ কোটি ৯ লাখ ৪৬ হাজার ৭৪ জন করোনা শনাক্ত হয়েছে। মৃত্যু হয়েছে ৪ লাখ ১১ হাজার ৪০৮ জনের। আর দেশটিতে এখন মোট সক্রিয় রোগীর সংখ্যা ৪ লাখ ২৯ হাজার ৯৪৬ জন।

তবে দৈনিক সংক্রমণ বাড়লেও নিয়ন্ত্রণে রয়েছে দৈনিক সংক্রমণের হার। পাশাপাশি সক্রিয় রোগী কম হওয়ার ধারাও অব্যাহত রয়েছে।

এদিকে ইন্ডিয়ান কাউন্সিল অব মেডিকেল রিসার্চ (আইসিএমআর) জানিয়েছে, জুলাই মাসের ১৩ তারিখ পর্যন্ত ভারতে ৪৩ কোটি ৫৯ লাখ ৭৩ হাজার ৬৩৯ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। এর মধ্যে গত ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষা করা হয়েছে ১৯ লাখ ১৫ হাজার ৫০১ জনের।

আনন্দবাজার জানায়, দেশের মধ্যে সবথেকে বেশি আক্রান্ত হচ্ছেন কেরালায়। গত ২৪ ঘণ্টায় সেখানে নতুন করে আক্রান্ত হয়েছেন ১৪ হাজার ৫৩৯ জন। মহারাষ্ট্রে কিছুটা কমলেও দৈনিক ৭ থেকে সাড়ে ৭ হাজার মানুষ সংক্রমিত হচ্ছেন সেখানে। তামিলনাড়ু এবং অন্ধ্রপ্রদেশে সংখ্যাটা আড়াই হাজারের কাছাকাছি। কর্নাটক, অসম এবং ওড়িশাতে দৈনিক আক্রান্ত ২ হাজারের আশপাশে। দেশের দৈনিক আক্রান্তের সিংহভাগই হচ্ছে এই ৭ রাজ্যে।

পশ্চিমবঙ্গে পরীক্ষা সামান্য বাড়লেও মঙ্গলবার রাজ্যে আরও কমেছে দৈনিক করোনা সংক্রমণ। গত কয়েকদিনের ধারা বজায় রেখে মঙ্গলবার সকাল পর্যন্ত গত ২৪ ঘণ্টায় রাজ্যে করোনা আক্রান্ত হয়েছেন ৮৬৩ জন। সব মিলিয়ে রাজ্যে করোনা আক্রান্তের সংখ্যা হয়েছে ১৫ লাখ ১৩ হাজার।

এছাড়া মঙ্গলবার রাজ্যে মৃত্যু হয়েছে ১৭ জনের। রাজ্যে মোট মৃত্যু হয়েছে ১৭ হাজার ৯৪৪ জনের। এক দিনে সুস্থ হয়েছেন ১ হাজার ১৮৬ জন। 

গত ২৪ ঘণ্টায় রাজ্যে মোট করোনার নমুনা পরীক্ষা হয়েছে প্রায় ৪৭ হাজার।সংক্রমণের হার কমে হয়েছে ১ দশমিক ৮৪ শতাংশ।

এস এ /এডিবি/