ন্যাভিগেশন মেনু

ভারতে ৪৬০০ মেট্রিকটন ইলিশ রপ্তানির অনুমতি


শারদীয় দুর্গাপূজা উপলক্ষে মোট ৪ হাজার ৬০০ মেট্রিকটন ইলিশ রপ্তানির অনুমতি দিয়েছে বাংলাদেশ সরকার।

এরমধ্যে তিন দিনে বেনাপোল বন্দর দিয়ে ভারতে রপ্তানি হয়েছে ৫০০ মেট্রিকটন ইলিশ।

শনিবার (২৫ সেপ্টেম্বর) সন্ধ্যায় বিষয়টি নিশ্চিত করেছেন বেনাপোল কাস্টমসের কার্গো শাখার রাজস্ব কর্মকর্তা স্বপন কুমার দাস।

এ সময় তিনি জানান, হিন্দু সম্প্রদায়ের সবচেয়ে বড় ধর্মীয় অনুষ্ঠান দুর্গাপূজা উপলক্ষে সরকার ৪ হাজার ৬০০ মেট্রিকটন ইলিশ রপ্তানির অনুমতি দিয়েছে। যার মধ্যে আজ ৩৯টি ট্রাকে ২০২ মেট্রিকটন ইলিশ ভারতে প্রবেশ করেছে। আগামী ১০ অক্টোবরের মধ্যে সব ইলিশ ভারতে রপ্তানির নির্দেশ রয়েছে। 

বেনাপোল মৎস্য পরিদর্শন ও মান নিয়ন্ত্রণ অফিসের পরিদর্শক আসওয়াদুল ইসলাম জানান, দুর্গাপূজা উপলক্ষে এবার প্রতিটি প্রতিষ্ঠানকে ৪০ মেট্রিকটন করে ১১৫টি প্রতিষ্ঠানকে চার হাজার ৬০০ মেট্রিকটন ইলিশ ভারতে রপ্তানির অনুমতি দিয়েছে বাংলাদেশ সরকার। এরমধ্যে ২০ সেপ্টেম্বর ৫২টি প্রতিষ্ঠানকে ২ হাজার ৮০ মেট্রিকটন ও ২৩ সেপ্টেম্বর ৬৩টি প্রতিষ্ঠানকে ২ হাজার ৫২০ মেট্রিকটন ইলিশ মাছ ভারতে রপ্তানির অনুমতি দেওয়া হয়।

তারই ধারাবাহিকতায় বুধবার (২২ সেপ্টেম্বর) ইলিশ চালানের প্রথম দিনে সাড়ে ৭৮ মেট্রিকটন, বৃহস্পতিবার দ্বিতীয় দিনে ২০৯ মেট্রিকটন ইলিশ ভারতে প্রবেশ করেছে। পর্যায়ক্রমে বাকি ইলিশ আগামী ১০ অক্টোবরের মধ্যে রপ্তানির নির্দেশনা রয়েছে।

সিবি/এডিবি/