ন্যাভিগেশন মেনু

ভারত-বাংলাদেশ উড়ান অনিশ্চয়তার মুখে


আজ রবিবার ২২ আগস্ট  থেকে ভারত এবং বাংলাদেশের মধ্যে যাত্রীবাহী বিমান পরিষেবা ফের শুরু হওয়ার কথা থাকলেও আপাতত তা হচ্ছে না ৷ কবে হবে, তাও জানা যায়নি ৷

করোনাভাইরাস মহামারীর মধ্যে এয়ার বাবল চুক্তির আওতায় ভারতে ফ্লাইট চালুর কথা উঠলেও এ ব্যাপারে এখনও কোনো এয়ারলাইন্সকে অনুমতি দেওয়া হয়নি। তবে সব এয়ারলাইন্সকে ফ্লাইট চালানোর প্রস্তুতি রাখতে বলেছে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক)।

 এরআগে গত বুধবার (১৮ আগস্ট) ঢাকায় ভারত থেকে উপহার হিসেবে ৩১টি জীবন রক্ষাকারী অ্যাম্বুলেন্স হস্তান্তর অনুষ্ঠানে বাংলাদেশের পররাষ্ট্রশমন্ত্রী এ কে আবদুল মোমেন এবং বাংলাদেশে ভারতের হাইকমিশনার বিক্রম দোরাইস্বামী সাংবাদিকদের প্রশ্নের উত্তরে জানিয়েছিলেন ২০ আগস্ট থেকেই দুইদেশের মধ্যে উড়ান চালু হয়ে যাবে।

এদিকে বেবিচক চেয়ারম্যান মো. মফিদুর রহমান রবিবার মিডিয়াকে জানিয়েছেন, “বাংলাদেশ থেকে ফ্লাইট চালুর ব্যাপারে ভারত এরই মধ্যে আগ্রহ প্রকাশ করে আমাদের চিঠি দিয়েছে। আমরাও আগ্রহ প্রকাশ করে করোনাভাইরাস মহামারীর মধ্যে স্বাস্থ্যবিধি মেনে ফ্লাইট পরিচালনাসহ কিছু শর্তের কথা জানিয়েছি।

তারা এখনও সেই বিষয়ে কিছু জানায়নি। আশা করছি দুই দেশ শর্ত সাপেক্ষে ফ্লাইট পরিচালনাসহ সার্বিক বিষয়ে একমত হলে সহসাই বাংলাদেশ থেকে ভারতে ফ্লাইট পরিচালনা করা যাবে।তিনি আরও বলেন, বেবিচক এখনও কোনো এয়ারলাইন্সকে ভারতে ফ্লাইট পরিচালনার অনুমতি দেয়নি, এমনকি ফ্লাইট চালু কবে হচ্ছে সেটাও জানায়নি। তবে এয়ারলাইন্সগুলোকে বলা হয়েছে, তারা যেন ভারতে ফ্লাইট পরিচালনার প্রস্তুতি নিয়ে রাখে।

যে এয়ারলাইন্স অনুমতি পাওয়ার আগেই ফ্লাইট সিডিউল ঘোষণা করেছে, তারা ঠিক করেনি। ১৮ আগস্ট রাষ্ট্রায়ত্ত বিমান সংস্থা বিমান বাংলাদেশ এয়ারলাইন্স সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে, এয়ার বাবল চুক্তির আওতায় আজ রবিবার থেকে ঢাকা-দিল্লি রুটে রবি ও বুধবার তারা ফ্লাইট পরিচালনা করবে। পাশপাশি ঢাকা-কলকাতা রুটে তারা সপ্তাহে তিনদিন রবি, মঙ্গলবার ও বৃহস্পতিবার ফ্লাইট পরিচালনা করবে। তবে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের জনসংযোগ শাখার উপ মহাব্যবস্থাপক তাহেরা খন্দকার বলেন, বাংলাদেশ থেকে ভারতে বিমানের যে ফ্লাইট পরিচালনার কথা ছিল তা বাতিল হয়েছে।

এই তথ্য বিমান বৃহস্পতিবার থেকেই যাত্রীদের জানিয়ে দিচ্ছে। প্রায় চার মাস ধরে দুই দেশের মধ্যে বাণিজ্যিক বিমান চলাচল বন্ধ রয়েছে। ঢাকা থেকে কলকাতা, দিল্লি, চেন্নাই রুটে বিমান চলাচল পুনরায় চালু করার কথা থাকলেও তা আপাতত আরও কিছুদিনের জন্য স্থগিত থাকছে ৷ এ ব্যাপারে এখনও ভারত সরকারের অনুমোদন পাওয়া যায়নি বলেই জানা গিয়েছে ৷

এস এস