ন্যাভিগেশন মেনু

মর্ডানার টিকা ছয় মাস পর্যন্ত ৯৩ শতাংশ কার্যকর


করোনাভাইরাসের মডার্না টিকার দ্বিতীয় ডোজ নেওয়ার ছয় মাস পর্যন্ত তা ৯৩ শতাংশ কার্যকর থাকে বলে জানিয়েছে মর্ডানা কর্তৃপক্ষ।

বৃহস্পতিবার (৫ আগস্ট) এক ঘোষণায় যুক্তরাষ্ট্রের ম্যাসাচুসেটস ভিত্তিক কেমব্রিজ প্রতিষ্ঠানটি তাদের আয়ের হিসাব দেওয়ার সময় একথা জানায়।

প্রতিষ্ঠানটির প্রধান নির্বাহী কর্মকর্তা স্টিফেন ব্যান্সেল বলেন, “আমরা অত্যন্ত আনন্দিত যে আমাদের কোভিড-১৯-এর টিকা ছয় মাস পর্যন্ত ৯৩ শতাংশ টেকসই কার্যকারিতা দেখিয়েছে। তবে এটা মানতে হবে যে, ডেলটা ধরণ একটি নতুন হুমকি এবং এ বিষয়ে আমাদেরকে সতর্ক থাকতে হবে।”

ভয়েস অব আমেরিকা জানায়, প্রতিষ্ঠানটির পক্ষ থেকে বলা হয়েছে, তাদের মনে হয় শীতকালের আগে একটি বুস্টার ডোজ নেওয়া প্রয়োজন, তবে স্বাস্থ্য কর্মকর্তারা আপাততঃ বুস্টার ডোজের পরামর্শ দিচ্ছেন না।

বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) দরিদ্র দেশগুলোতে প্রথম ডোজ দেওয়া সম্পন্ন না হওয়া পর্যন্ত ধনী দেশগুলোকে বুস্টার ডোজ না দেওয়ার পরামর্শ দিয়েছে।

মডার্নান এই টিকা প্রতিষ্ঠানের একমাত্র অনুমোদিত পণ্য যা বিশ্বের ৫০টি দেশে জরুরিভিত্তিতে ব্যবহারের অনুমতি পেয়েছে।

এডিবি/