ন্যাভিগেশন মেনু

মহামারিতে অনাথ হয়েছে ১১ লাখের বেশি শিশু: ল্যানসেট


বিশ্বজুড়ে করোনা মহামারিতে অভিভাবক হারিয়ে অনাথ হয়েছে ১১ লাখ ৩৪ হাজারের বেশি শিশু। সম্প্রতি মেডিক্যাল জার্নাল ল্যানসেটে প্রকাশিত এক রিপোর্টে এমনই অনুমানের কথা উল্লেখ করা হয়েছে।

শনিবার (২৪ জুলাই) হিন্দুস্তান টাইমস জানায়, ল্যানসেটে প্রকাশিত হিসাব অনুযায়ি মহামারিতে ভারতে অনাথ হয়েছে এক লাখ ২০ হাজারের বেশি শিশু। তাছাড়া, মেক্সিকোতে এক লাখ ৪০ হাজার এবং ব্রাজিলে এক লাখ ৩০ হাজার। 

গবেষণায় জানানো হয়, বিশ্বব্যাপী ১ মার্চ ২০২০ থেকে ৩০ এপ্রিল ২০২১-এর মধ্যে ১১ লাখ ৩৪ হাজার শিশু করোনায় বাবা বা মা হারিয়েছে। 

যে কোনও একজন, অর্থাৎ মা অথবা বাবার মৃত্যু হয়েছে এমন শিশুর সংখ্যা বিশ্বব্যাপী ১০ লাখ ৪২ হাজার।

মায়ের তুলনায় বাবাকে হারিয়েছে এমন শিশুর সংখ্যা পাঁচগুণ বেশি। ভারতে আনুমানিক ২৫ হাজার ৫০০ শিশু তাদের মাকে করোনায় হারিয়েছে। অন্যদিকে ৯০ হাজার ৭৫১ জন বাবাকে হারিয়েছে। আর ১২ জন শিশু মা-বাবা দুজনকেই হারিয়েছে।

অনাথ এবং অভিভাবকের মৃত্যু একটি গোপন মহামারি যা কোভিড-১৯-সম্পর্কিত মৃত্যুর ফলে ঘটেছে। ন্যায়সঙ্গত ভ্যাকসিন বিতরণ এই মহামারি প্রতিরোধের মূল উপায়। মনোবিজ্ঞানমূলক এবং অর্থনৈতিক সহায়তায় পরিবারগুলোকে স্নেহবঞ্চিত শিশুদের লালনপালনে সহায়তা করতে এবং প্রাতিষ্ঠানিককরণ এড়ানোর বিষয়টি নিশ্চিত করতে পারে।

এই গবেষণায় অর্থায়ন করেছে ইউকে গবেষণা এবং উদ্ভাবন (গ্লোবাল চ্যালেঞ্জস রিসার্চ ফান্ড, ইঞ্জিনিয়ারিং এবং ফিজিক্যাল সায়েন্সেস রিসার্চ কাউন্সিল, মেডিকেল রিসার্চ কাউন্সিল), ইউ কে ন্যাশনাল ইনস্টিটিউট ফর হেলথ রিসার্চ, ইউএস জাতীয় স্বাস্থ্য ইনস্টিটিউটস এবং ইম্পেরিয়াল কলেজ লন্ডন।

এডিবি/