ন্যাভিগেশন মেনু

দেশপ্রেমে উদ্ভুদ্ধ হয়ে জনগণের কল্যাণে কাজ করতে হবে: প্রধানমন্ত্রী


সশস্ত্র বাহিনীর প্রত্যেকটি সদস্যকে দেশপ্রেমে উদ্ভুদ্ধ হয়ে জনগণের কল্যাণে কাজ করতে হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

প্রধানমন্ত্রী বলেছেন, ‘মহান মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে এ বাহিনী গড়ে উঠেছে। কাজেই এ বাহিনীর প্রত্যেকটি সদস্য দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে নিজেদের গড়ে তুলবেন, যেনো সব সময় জনগণের পাশে থেকে জনগণের কল্যাণে কাজ করতে পারেন।’

রবিবার (১৩ ডিসেম্বর) সকালে ন্যাশনাল ডিফেন্স কোর্স-২০২০ এবং আর্মড ফোর্সেস ওয়ার কোর্স-২০২০ এর গ্রাজুয়েশন সেরিমনিতে ভিডিও কনফারেন্সে যুক্ত হয়ে প্রধান অতিথির বক্তব্যে প্রধানমন্ত্রী একথা বলেন। এ সময় প্রধানমন্ত্রী সনদপ্রাপ্তদের অভিনন্দন জানান।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ‘আমাদের পররাষ্ট্র নীতি খুব স্পষ্ট সকলের সাথে বন্ধুত্ব কারো সাথে বৈরিতা নয়। আমরা সেটাই মেনে চলছি। দেশের উন্নয়নের জন্য আমরা সকলের সাথে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রেখেছি। আমরা যুদ্ধ চাই না, আমরা শান্তি চাই। কিন্তু কেউ যদি আমার সার্বভৌমত্বে আঘাত করতে আসে, প্রতিঘাত করবার মতো সক্ষমতা যেনো অর্জন করতে পারি সেভাবেই আমাদের প্রশিক্ষণ এবং সেভাবেই আমাদের প্রস্তুতি থাকতে হবে।’

আওয়ামী লীগ সভানেত্রী বলেছেন, ‘আমরা সবসময় শান্তিতে বিশ্বাস করি, আমরা শান্তি চাই। মায়ানমার থেকে ১০ লাখ রোহিঙ্গা এসেছে। আমরা তাদের সাথে এখনও সংঘাতে যাইনি। আলোচনা করে এটা সমাধানের চেষ্টা করা হচ্ছে।’

আন্তর্জাতিক পরিমন্ডলেও সকলকে এ আহ্বান জানিয়েছি যে, ‘বিশাল একটা বোঝা আমাদের ওপর, দেশের নিরাপত্তা, আঞ্চলিক নিরাপত্তা এবং আন্তর্জাতিক পরিমণ্ডলে শান্তি প্রতিষ্ঠার জন্য বাংলাদেশ সশস্ত্র বাহিনী সদা প্রস্তুত থাকবে। আমাদের কাজের জন্যেই আমরা সারাবিশ্বে মর্যাদা পেয়েছি। বাংলাদেশকে এগিয়ে নিয়ে যেতে চাই। স্বাধীনতার সুফল প্রতিটি বাংলার মানুষের ঘরে ঘরে পৌঁছাতে চাই।’

দুর্যোগ মোকাবিলায় সশস্ত্র বাহিনীর ভূমিকা তুলে ধরে প্রধানমন্ত্রী বলেন, ‘যে কোন প্রাকৃতিক দুর্যোগে সশস্ত্র বাহিনী জনগণের পাশে দাড়ায়। বিশেষ করে চলমান করোনাভাইরাস (কোভিড-১৯) পরিস্থিতিতে ব্যাপকভাবে মানুষের পাশে দাঁড়িয়ে সেবা দিয়ে যাচ্ছেন। ’

ওয়াই এ/এডিবি