ন্যাভিগেশন মেনু

মৃত্যু-সংক্রমণ হ্রাসের মধ্যেও চিকিৎসক ও প্রাক্তন সাংসদের মৃত্যু


গত তিনদিন ধরে বাংলাদেশে কভিড-১৯ - এ মৃত্যুহার সংক্রমণ দুটোই কমেছে। এ নিয়ে আশান্বিত সরকার। এ নিয়ে শাসকদল আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের স্বস্তি প্রকাশের পর এবার স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী জাহিদ মালেক বলেছেন, আমাদের মতো একটি ঘনবসতিপূর্ণ দেশেও করোনাভাইরাসে আক্রান্ত বিবেচনায় মৃত্যুহার কমাতে সক্ষম হওয়ায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিশ্বে প্রশংসিত হচ্ছেন।

এদিকে এই আশার খবরের মধ্যে কুমিল্লা-৯ সংসদীয় আসনের সাবেক সংসদ সদস্য (লাকসাম-মনোহরগঞ্জ), শিল্প ও কর্মাস ব্যাংকের সাবেক চেয়ারম্যান, এটিএম আলমগীর এবং চট্টগ্রামের প্রখ্যাত অর্থপেডিক সার্জন, চট্টগ্রাম মেডিকেল কলেজের অর্থপেডিক্স সার্জারি বিভাগের সহযোগী অধ্যাপক ডাঃ নজরুল ইসলাম চৌধুরী তসলিম করনায় আক্রান্ত হয়ে মারা গেছেন।

সাবেক সংসদ সদস্যের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী মোঃ তাজুল ইসলাম।

সোমবার রাত সাড়ে ৮টায় ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সাবেক এমপি আলমগীর মৃত্যুবরণ করেন।

চট্টগ্রামের প্রখ্যাত অর্থপেডিক সার্জন অধ্যাপক ডাঃ নজরুল ইসলাম চৌধুরী তসলিম কভিড-১৯ আক্রান্ত হয়ে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সোমবার রাত সাড়ে ১০টায় মারা যান।

এস এস