ন্যাভিগেশন মেনু

মেজর সিনহা হত‍্যা মামলার দ্বিতীয় দফা সাক্ষ্যগ্রহণ শেষ


কক্সবাজার জেলা ও দায়রা জজ আদালতে সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত মেজর সিনহা মো. রাশেদ খান হত্যা মামলায় দ্বিতীয় দফা সাক্ষ‍্যগ্রহণ শেষ হয়েছে।

বুধবার (৮ সেপ্টেম্বর) দ্বিতীয় দফা সাক্ষ্যগ্রহণের শেষদিনে সাক্ষ্য দিয়েছেন ঘটনাস্থলের পাশের মসজিদের ইমাম মাওলানা শহিদুল ইসলাম। 

সকাল ১০টা ১০মিনিটে তার সাক্ষ্যগ্রহণ শুরু হয় কক্সবাজার জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মোঃ ইসমাইল এর আদালতে।  আদালত শেষ হয় দুপুর দুইটা ২০ মিনিটে।

৬নং সাক্ষী মাওলানা শহিদুল ইসলামের সাক্ষ‍্যগ্রহণের মধ্যদিয়ে দ্বিতীয় দফার সাক্ষ্যগ্রহণের চতুর্থ দিনের বিচার কাজ শুরু হয়। এ ছাড়াও আরও দুই সাক্ষীকে আদালতে উপস্থিত রাখা হয়েছিল। এ পর্যন্ত ৫ জনে সাক্ষ্যগ্রহণ সম্পন্ন হয়েছে।

এ উপলক্ষে আদালতপাড়া এলাকায় নেওয়া হয় কড়া নিরাপত্তা ব্যবস্থা।

কক্সবাজার জেলা ও দায়রা জজ আদালতের সরকারি কৌঁসুলি অ্যাডভোকেট ফরিদ আলম জানান, মামলার সাক্ষ্যগ্রহণের জন্য পরবর্তী ২০, ২১ ও ২২ সেপ্টেম্বর তারিখ নির্ধারণ করেছেন আদালত। এই তিনদিনে বাকি সাক্ষীদের আদালতে উপস্থাপন করা হবে বলেও জানান তিনি।

এর আগে সকাল সাড়ে ৯টার দিকে মামলার আসামি বরখাস্ত ওসি প্রদীপসহ সকল আসামিদের কড়া নিরাপত্তায় আদালতে আনা হয়।

উল্লেখ্য, মেজর সিনহা হত‍্যা মামলায় দ্বিতীয় দফার সাক্ষ্যগ্রহণ ৫ সেপ্টেম্বর থেকে শুরু হয়ে আজ ৮ সেপ্টেম্বর পর্যন্ত চলে। দ্বিতীয় দফা সাক্ষ‍্যগ্রহণের তিনদিনে ৩, ৪ ও ৫নং সাক্ষী তাদের সাক্ষ‍্য দেন। এর আগে প্রথম দফায় সাক্ষ‍্যগ্রহণ হয়েছে ২৩, ২৪ ও ২৫ আগস্ট। প্রথম দফা সাক্ষ‍্যগ্রহণের তিন দিনে নিহত মেজর সিনহার বড় বোন শারমিন শাহরিয়া ফেরদৌস এবং ঘটনার প্রত‍্যক্ষদর্শী সিনহার সহযোগী সাহেদুল ইসলাম সিফাতের সাক্ষ‍্যগ্রহণ ও জেরা সম্পন্ন হয়।

উল্লেখ্য গত বছর ২০২০ সালের ৩১ জুলাই রাতে টেকনাফের শামলাপুর চেকপোস্টে পুলিশের গুলিতে নিহত হন সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত মেজর সিনহা মো. রাশেদ খান।

এসএএম/এডিবি/