ন্যাভিগেশন মেনু

মৌলভীবাজারে করোনায় একদিনে আক্রান্ত ২৫, মাঠে প্রশাসন


মৌলভীবাজারে প্রতিদিন বাড়ছে করোনা সংক্রমণের হার। সরকারি নির্দেশনা ও স্বাস্থ্যবিধি বাস্তবায়নে জেলার সব উপজেলায় প্রতিদিন পরিচালিত হচ্ছে ভ্রাম্যমাণ আদালত। জনসচেতনতায় মাঠে তদারকি করছেন জেলা প্রশাসক।

বুধবার (৩০ জুন) মৌলভীবাজার সিভিল সার্জন অফিস জানায়, গত ২৪ ঘন্টায় ৫৭টি নমুনা পরীক্ষায় ২৫ জনের করোনাভাইরাস শনাক্ত হয়েছে। আক্রান্তের হার ৪৪ শতাংশ।

জেলায় এ পর্যন্ত মোট ২ হাজার ৯৯৬ জনের করোনা শনাক্ত হয়েছে। মোট মারা গেছেন ৩৫ জন। 

গত ২৪ ঘন্টায় সুস্থ হয়েছেন ১০ জন। মোট সুস্থ হয়েছেন ২৬৪২ জন। হাসপাতালে আক্রান্ত রোগী ভর্তি রয়েছেন ৭ জন আর সন্দেহভাজন আছেন ২৭ জন।

এদিকে স্বাস্থ্যবিধি না মানায় জেলায় গত ২৪ ঘন্টায় ১৮৬ জনকে এক লাখ ৪৩ হাজার ৭৫০ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। 

এ অবস্থায় জনগণকে স্বাস্থ্যবিধি মানাতে মৌলভীবাজারে মাঠে নেমেছেন জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মীর নাহিদ আহসান। সকাল থেকে রাত পর্যন্ত মৌলভীবাজার শহরে তিন দফায় তিনটি টিমে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন জেলা প্রশাসনের ১৪ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট। এতে র‍্যাব ও পুলিশ সদস্যরা সহযোগিতা করেন।

এছাড়াও জেলার সাতটি উপজেলায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হচ্ছে।

জেলা ম্যাজিস্ট্রেট ও জেলা প্রশাসক মীর নাহিদ আহসান বলেন, অভিযানে গত ২৪ ঘন্টায় বিভিন্নস্থানে আইন অমান্য করে শপিংমল-মার্কেট খোলা রাখা, গণপরিবহন ও সিএনজি চলাচল, স্বাস্থ্যবিধি না মেনে বাইরে অবস্থান করায় দণ্ডবিধি ১৮৬০ এর ২৬৯ ধারা ও সংক্রামক রোগ (প্রতিরোধ, নিয়ন্ত্রণ ও নির্মূল) আইন, ২০১৮ এর ২৫(১) (খ) ধারামতে  ১৮৬ মামলায় ১ লাখ ৪৩ হাজার ৭৫০ টাকা জরিমানা করা হয়।

পিডি/এডিবি/