ন্যাভিগেশন মেনু

মৌলভীবাজারে করোনায় গত ২৪ ঘণ্টায় আক্রান্ত ৬১


মৌলভীবাজারে করোনাভাইরাস সংক্রমণের হার বাড়ছে। এই জেলায় গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়েছেন ৬১ জন। আর করোনা আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেছেন একজন।

সোমবার (৫ জুলাই) মৌলভীবাজার সিভিল সার্জনের কার্যালয় জানায় গত ২৪ ঘন্টায় মৌলভীবাজারে ১৪২টি নমুনা পরীক্ষায় ৬১ জনের করোনা শনাক্ত হয়েছে। আক্রান্তের হার ৪৩ শতাংশ। জেলায় এ পর্যন্ত মোট তিন হাজার ১৮২ জনের করোনা শনাক্ত হয়েছে। মোট মারা গেছেন ৩৭ জন। গত ২৪ ঘন্টায় সুস্থ হয়েছেন ১৪ জন। মোট সুস্থ হয়েছেন দুই হাজার ৭৩২ জন।

নতুন আক্রান্ত ৬১ জনের মধ্যে রাজনগরে চারজন, কুলাউড়ায় ১৭ জন, বড়লেখায় চারজন, কমলগঞ্জে একজন, শ্রীমঙ্গলে ছয়জন, জুড়ীতে ছয়জন এবং মৌলভীবাজার ২৫০ শয্যাবিশিষ্ট সদর হাসপাতালের ২৩ জন।

মৌলভীবাজারের সিভিল সার্জন ডা. চৌধূরী জালাল উদ্দিন মোর্শেদ বলেন, 'স্বাস্থ্যবিধি অবশ্যই মেনে চলতে হবে সবাইকে। নিয়মিত মাস্ক পরতে হবে। এখনো অনেকে মাস্ক ব্যবহার করছেন না। করোনার সংক্রমণ থেকে বাঁচতে হলে সাধারণ মানুষের সচেতনতার বিকল্প নেই।'

পিডি/এসএ/এডিবি/