ন্যাভিগেশন মেনু

মৌলভীবাজারে নিম্নআয়ের মানুষের ভরসা টিসিবির পণ্য


মৌলভীবাজারে চলমান কঠোর লকডাউন এবং আসন্ন ঈদুল আজহা উপলক্ষে পণ্য বিক্রি শুরু করছে ট্রেন্ডিং করপোরেশন অব বাংলাদেশ (টিসিবি)। কমমূল্যে টিসিবির পণ্য কিনতে পেরে স্বস্তির নিঃশ্বাস ফেলছেন নিম্ন আয়ের মানুষ।

মৌলভীবাজার সদর উপজেলার বিভিন্ন স্থানে প্রতিদিন টিসিবির পণ্য নিয়ে ভ্রাম্যমাণ দুটি ট্রাক বের হয়। বিক্রি শুরুর আগে থেকেই নিদিষ্ট স্থানে নিম্নআয়ের নারী-পুরুষদের দীর্ঘ লাইন দেখা যায়।

বুধবার (৭ জুলাই) দুপুরে মৌলভীবাজার সদর উপজেলায় টিসিবির পণ্য নিয়ে দুইটি ট্রাক বের হয়। একটি সদর উপজেলা পরিষদ প্রাঙ্গণে আর অন্যটি খলিলপুর ইউনিয়নের কাটারাই বাজারে। টিসিবির পণ্য বিক্রি শুরু হওয়ার আগে থেকেই সেখানেই ছিল মানুষের ভিড়। লকডাউনে কর্মহীন ও নিম্নআয়ের মানুষরা কমদামে পণ্য কিনতে লাইনে দাঁড়িয়েছেন।

টিসিবির এসব পণ্যবাহী ট্রাকে কেজিপ্রতি ৫৫ টাকা দরে চিনি ও ডাল এবং লিটারপ্রতি ১০০ টাকা দরে সয়াবিন তেল বিক্রি করা হয়। একজন সর্বোচ্চ ২ কেজি ডাল, ২ কেজি চিনি এবং ২ থেকে ৪ লিটার তেল কিনতে পারছেন।

শহরের তিতলি এলাকার গৃহিনী লিজা আক্তার বলেন, 'স্বামী নেই। বাসাবাড়িতে কাজ করে সন্তানদের নিয়ে অনেক কষ্টে জীবন যাপন করতে হয়। করোনাকালীন সময়ে বাজার থেকে কম দামে টিসিবির পণ্যই ভরসা। এই সুবিধা সব সময় পাওয়া গেলে আমাদের মতো গরীবদের উপকার হতো।'

সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা সাবরীনা রহমান জানান, প্রতিদিন টিসিবির প্রতিটি ট্রাকে ৫০০ কেজি চিনি, ৫০০ কেজি মসুর ডাল এবং ১০০০ লিটার সয়াবিন তেল বরাদ্দ দেওয়া হয়েছে। শহরের গুরুত্বপূর্ণ এলাকা ও উপজেলার প্রতিটি ইউনিয়নে পর্যায়ক্রমে যাবে টিসিবির পন্যবাহী ট্রাক। এই কার্যক্রম চলবে ঈদুল আজহা পর্যন্ত।

পিডি/সিবি/এডিবি/