ন্যাভিগেশন মেনু

মৌলভীবাজারে বাড়ছে করোনা সংক্রমণ, নতুন শনাক্ত ৪১


মৌলভীবাজার জেলায় করোনা সংক্রমণ বেড়েছে। গত ২৪ ঘন্টায় নতুন করে করোনা আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছেন ৪১ জন।

শনিবার (২৬ জুন) সিভিল সার্জন অফিস সুত্রে জানা যায়, গত ২৪ ঘন্টায় ১৬১টি নমুনা পরীক্ষায় ৪১ জনের করোনা শনাক্ত হয়েছে। আক্রান্তের হার ২৫ শতাংশ। তবে গত ২৪ ঘন্টায় আক্রান্ত কোন রোগীর সুস্থতা নেই।

নতুন আক্রান্তদের মধ্যে মৌলভীবাজার সদরে ১৫ জন, শ্রীমঙ্গলে ১৫ জন, কুলাউড়ায় ৭ জন, জুড়িতে ২জন, রাজনগরে ১ জন ও বড়লেখায় ১ জন।

জেলায় এ পর্যন্ত মোট করোনা শনাক্ত হয়েছে ২ হাজার ৮৭১ জন। মোট সুস্থ হয়েছেন ২ হাজার ৫৭২ জন। হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন ১০ জন। এছাড়া এ জেলায় মোট মারা গেছেন ৩৪ জন।

এদিকে করোনা প্রতিরোধে মাস্ক পরা ও স্বাস্থ্যবিধি নিশ্চিতে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা ও মাস্ক বিতরণ অব্যাহত রেখেছে জেলা ও উপজেলা প্রশাসন। সরকারের নির্দেশনা ও স্থাস্ব্যবিধি মানতে মাঠে রয়েছে প্রশাসন।

মৌলভীবাজারে করোনা সংক্রমণের ঊর্ধ্বগতির প্রেক্ষিতে রবিবার (২৭ জুন) জেলা করোনা প্রতিরোধ কমিটির জরুরি সভা অনুষ্ঠিত হবে।

মৌলভীবাজার জেলা প্রশাসক মীর নাহিদ আহসান জানান, স্বাস্থ্যবিধি নিশ্চিতে ও করোনা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে জেলায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হবে। এ ছাড়াও রবিবার (২৭ জুন) জেলা করোনা প্রতিরোধ কমিটির জরুরি সভার সিদ্ধান্ত অনুয়ায়ী পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।

পিডি/এসএ/এডিবি/