ন্যাভিগেশন মেনু

জুড়ীতে মসজিদের সামনে থেকে মুসল্লির মোটরসাইকেল চুরি


মৌলভীবাজারের জুড়ী উপজেলা বাড়ি থেকে মোটরসাইকেলে জুম্মার নামাজ পড়তে মসজিদে আসেন হাবিবুর রহমান সাদ্দাম। নামাজ পড়ে এসে দেখেন তিনি যে জায়গায় সাইকেলটি রেখে গেছেন সেখানে আর নেই। মসজিদ থেকে উধাও হয়ে গেছে (মৌলভীবাজার-হ-১২-৪১৭৬) মোটরসাইকেলটি।

শুক্রবার (২ জুলাই) মোটরসাইকেলের মালিক হাবিবুর রহমান সাদ্দাম জানান, 'প্রতিদিনই আমার এলাকার মসজিদে নামাজে আসি। জুম্মার নামাজ পড়তে আমার মোটরসাইকেলটি আজও নিয়ে আসি। মোটরসাইকেলটি মসজিদ প্রাঙ্গণে রেখে মসজিদের ভেতরে নামাজ পড়তে যাই। এসে দেখি যথাস্থানে মোটরসাইকেলটি নেই। পরে খোজাখুজি করে সাইকেলটি আর পাইনি।

তিনি বলেন, 'আমি ক্ষুদ্র ফার্নিচার ব্যবসায়ী। অনেক কষ্ট করে বাজাজের ডিসকাভার মোটরসাইকেলটি ক্রয় করি। আজ এটা চোর নিয়ে গেলো।'  

জুড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সঞ্জয় চক্রবর্তী জানান, 'মোটরসাইকেলটি চুরি করে বড়লেখা রোড দিয়ে নিয়ে গেছে। ধারণা করা হচ্ছে এরা গাড়িচোরচক্রের সদস্য। মূলত জুড়ীতে যা চুরি হয় এগুলো সিলেটের সিন্ডিকেটের চোরেরা চুরি করে। জুড়ীর কোন মানুষ এগুলোর সাথে জড়িত থাকে না।'

এসএইচ/সিবি/এডিবি/