ন্যাভিগেশন মেনু

যুক্তরাষ্ট্রের ডালাসে এক বাংলাদেশি পরিবারের ৬ জনের মরদেহ উদ্ধার


যুক্তরাষ্ট্রের টেক্সাস অঙ্গরাজ্যের ডালাস শহরের উপকণ্ঠের একটি বাড়ি থেকে একই পরিবারের ৬ বাংলাদেশির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। পুলিশ এটিকে খুন ও আত্নহত্যা বলে সন্দেহ করছে পুলিশ।

স্থানীয় সময় সোমবার (৫ এপ্রিল) সকালে তাদের মৃতদেহ উদ্ধার করা হয়।

পুলিশের বরাত দিয়ে স্থানীয় সংবাদমাধ্যম দ্য ডালাস মর্নিং নিউজ জানিয়েছে, তাদের এক পারিবারিক বন্ধু ওই বাড়ির কেউ আত্মহত্যা করেছে বলে পুলিশকে জানান। পরে পুলিশ কর্মকর্তারা পাইন ব্লাফ ড্রাইভের ১৫০০ ব্লকে রাত ১টার দিকে বাড়ির ভেতরে মৃত অবস্থায় এই ছয়জনকে দেখতে পান।

নিহতদের নাম আলতাফুন নেছা (৭৭), আইরিন ইসলাম (৫৬), তৌহিদুল ইসলাম (৫৪), তানভীর তৌহিদ (২১) এবং ফারবিন তৌহিদ ও ফারহান তৌহিদ (১৯)। পুলিশ জানিয়েছে, সম্পর্কে তারা দুই ভাই, এক বোন, তাদের বাবা-মা, এবং তাদের দাদী।

পুলিশ জানিয়েছে, প্রাথমিক ভাবে মনে হচ্ছে- পরিবারের ছয় সদস্যের মধ্যে দুই ভাই অন্য চার সদস্যকে হত্যা করেন এবং তারপর নিজেরা আত্মহত্যা করেন।

ডালাসের পুলিশ সার্জেন্ট জন ফেলতি সংবাদমাধ্যমকে জানান, ‘ধারণা করা হচ্ছে- ওই পরিবারের দুই ভাই আত্মহত্যা করার ব্যাপারে একমত হন এবং এর আগে তাদের পুরো পরিবারকে সঙ্গে করে নিয়ে যাওয়ার (হত্যার) সিদ্ধান্ত নেন।’

ফারহান তৌহিদের একটি সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টে একটি দীর্ঘ চিঠির লিঙ্ক রয়েছে যা হত্যাকাণ্ডের লক্ষ্য স্থির করেছিল।

পুলিশ বিশ্বাস করে যে শনিবার এই ঘটনাটি ঘটেছিল। তারা কেএক্সএএস-টিভিকে (এনবিসি ৫) জানিয়েছিল যে সম্প্রতি এক ভাই একটি বন্দুক কিনেছে।

পুলিশ কর্মকর্তা জন ফেলতি জানান, ওই পরিবারের পক্ষ থেকে প্রতিবেশিদের ওপর কোনো হুমকি ছিল না এবং এর আগে ওই বাড়িতে কোনো ধরনের সমস্যার কথাও শোনা যায়নি।

ফেলতি আরও জানান, পরিবারটি অভিবাসনের মাধ্যমে বাংলাদেশ থেকে যুক্তরাষ্ট্রে এসেছিলো।

পাশের ব্লকের বাসিন্দা আহমদ হোসেন জানান, পরিবারটি মূলত নিউ ইয়র্কের, তবে সাত-আট বছর আগে তারা এখানে চলে আসে।

এডিবি/