ন্যাভিগেশন মেনু

যুক্তরাষ্ট্রে ৮.২ মাত্রার ভূমিকম্প


যুক্তরাষ্ট্রের আলাস্কা উপদ্বীপে আট দশমিক দুই মাত্রার ভূমিকম্প হয়েছে। এতে সুনামি সতর্কতা জারি করা হয়েছে। মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থার (ইউএসজিএস) বরাতে এনডিটিভি এমন তথ্য জানিয়েছে।

যুক্তরাষ্ট্রে ১৯৬৪ সালের পর থেকে সবচেয়ে শক্তিশালী ভূমিকম্প এটি।

পেরিভিল থেকে ৯১ কিলোমিটার দক্ষিণপূর্বে স্থানীয় সময় বুধবার (২৮ জুলাই) সোয়া ১০টায় ভূমিকম্প অনুভূত হয়। আলাস্কার সবচেয়ে বড় শহর অ্যাংকোরেজ থেকে ৫০০ মাইল দূরে ছোট্ট একটি গ্রাম পেরিভিল। ভূমিকম্পটির অবস্থান ২৯ মাইল গভীরে বলে মনে করা হয়।

আলাস্কা ভূমিকম্প কেন্দ্রের মতে, 'এই ঘটনাটি আলাস্কা উপদ্বীপ এবং কোডিয়াক জুড়ে অনুভূত হয়েছিল।'

এরপর আলাস্কার দক্ষিণে ও আলাস্কার উপদ্বীপে সুনামি সতর্কতা জারি করেছে যুক্তরাষ্ট্র সরকারের জাতীয় সুনামি ওয়ার্নিং সেন্টার।

এডিবি/